ক্রীড়া ডেস্ক

  ১৪ নভেম্বর, ২০১৮

ইংল্যান্ডের বিপক্ষেও হার সালমাদের

প্রথম ম্যাচের হতাশা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও টেনে নিয়ে এসেছে বাংলাদেশের নারীরা। তবে এবার প্রতিপক্ষ বৃষ্টি। কাল সেন্ট লুসিয়া ইংল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে হেরেছে টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেটে ৫৫ তোলে ইংলিশ নারীরা। পরে বৃষ্টি বিঘিœত ম্যাচে ওভার কমিয়ে ১৬ ওভারে ৬৪ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। তাতে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নেয় ইংলিশরা।

টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ব্যাটিং নেমে শুরু থেকেই চাপে পড়ে সালমার খাতুনের দল। শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা ও সানজিদা ইসলাম সাজঘরে ফিরেছেন শূন্য রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন আয়েশা রহমান। রোমানা আহমেদ (১০), জাহানারা আলম (১২) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। তাতে ৯ উইকেট হারিয়ে ৭৬ রান তোলেন বাংলাদেশের নারীরা। ইংল্যান্ডের পক্ষে তিন উইকেট শিকার করেন ক্রিস্টিয়ে গর্ডন।

৭৭ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশদের শুরুতেই চাপে রাখে টাইগ্রেসরা। ইংলিশদের দুই ওপেনারকে সাজঘরে ফেরান সালমা খাতুন। তবে সেই চাপটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি টাইগ্রেসরা। অ্যামি জন্স (২৮) ও স্কিভার (২৩) ব্যাটিংয়ে দুর্দান্তভাবে লড়াইয়ে ফেরে ইংলিশরা। স্কিভারকে আউট করে জুটি ভাঙেন খাদিজা-তুল-কুবরা। ইনিংসের নবম ওভারে বৃষ্টি হানা দিলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে চার ওভার কমালে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ৬৪ রান। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৯.৩ ওভারেই জয়ে বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সালমা বাহিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close