ক্রীড়া প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০১৮

হাল ছাড়বে না জিম্বাবুয়ে

বাংলাদেশকে পেলেই যেন জ্বলে ওঠেন ব্রেন্ডন টেলর। কাল আরো একবার টাইগারদের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে প্রথম ইনিংসে দলীয় সংগ্রহ ৩০০ ছাড়িয়েছে সফরকারীরা। তবু খুশি নন টেলর। তার দল যে ফলোঅনে পড়েছে!

কাল তাইজুল ইসলামের দুর্দান্ত ঘূর্ণি তোপে ৩০৪ রানে গুটিয়ে গেছে হ্যামিল্টন মাসাকাদজার দল। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের চেয়ে ২১৮ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। ম্যাচে যে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী এগিয়ে আছে সেটা নিজেই স্বীকার করে নিলেন টেলর। কাল তৃতীয় দিনের খেলা শেষ সাংবাদিক বৈঠকে জিম্বাবুয়ের ব্যাটসম্যান বলেন, ‘এখানে বিশ্বমানের স্পিন আক্রমণের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। সুতরাং আমি এটা নিয়ে বেশ রোমাঞ্চিত, কিন্তু এখনো আমরা খেলায় অনেক পেছনে পড়ে আছি। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০০ ছাড়িয়েছে। এই অবস্থা থেকে তাদের হারানো খুব কঠিন। আমাদের এখনো অনেক খেলার বাকি আছে।’

ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে বেশ চাপে আছে জিম্বাবুয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সফরকারী দলটি। দিনের শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুইয়ানদের প্রতিনিধি হয়ে আসা টেলরও বললেন সহজে হাল ছাড়ছেন না তারা, ‘আশা করছি এই খেলা থেকে আমরা কিছু বের করে আনতে পারব। (দ্বিতীয় ইনিংসে) চেষ্টা করব যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করার। যদিও এটা বেশ কঠিন হবে।’

সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তাইজুল ইসলাম। কালও জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি এই স্পিনার। তাইজুল টেলর-মুর-মাসাকাদজাদের জমদ্যূত হয়ে না উঠলে হয়তো ফলোঅন এড়াতে পারত জিম্বাবুয়ে। বাংলাদেশি স্পিনারকে তাই প্রাপ্য প্রশংসাটুকু দিতে কার্পণ্য করলেন না টেলর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাইজুল ফর্মের তুঙ্গে আছে। সাকিবের অনুপস্থিতি সে পূরণ করে দিয়েছে। বাংলাদেশ যখন একটা দল হয়ে খেলে তখন খুবই শক্তিশালী হয়ে ওঠে। সে (তাইজুল) চমৎকার বোলিং করেছে। আর মুশফিক যেভাবে এতগুলো বল খেলেছে এবং এত মনোসংযোগ ও শৃঙ্খলা দেখিয়েছে, সেটা সত্যিই বিস্ময়কর। আমরা অবশ্যই সেটার প্রশংসা করি। তিনি ব্যাট করে আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। বিশ্বমানের খেলোয়াড় হিসেবে সে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে।’

অবশ্য জিম্বাবুয়ে ফলোঅনে পড়লেও বাংলাদেশ ফলোঅন করাবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা। এ নিয়ে টেলর বলেছেন, ‘আমরা এখনো বেশ পেছনে। তারা ২২০ রানে এগিয়ে আছে (২১৮ রানে)। আমি যদি বাংলাদেশি হতাম তাহলে আবার বোলিং করতাম। কারণ ৩০০ রান করলেও তখন ৮০ তাড়া করতে হবে। তারা হয়তো দুই সেশন ব্যাট করতে চাইতে পারে, তখন নিশ্চিতভাবেই আমরা অনেক পিছিয়ে পড়ব। যখন কোনো দল ৫০০ পেয়ে যায় তারা কম সময়ই হারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close