ক্রীড়া প্রতিবেদক

  ১৩ নভেম্বর, ২০১৮

বাংলাদেশের রানপাহাড়

সিলেট টেস্টে ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনতে হয়েছিল ১৫১ রানের বড় হার দিয়ে। জিম্বাবুয়ের ঢাকা টেস্টে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মুমিনুল হক ব্যক্তিগত সংগ্রহ ছাড়িয়েছেন ১৫০, কাল প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। তার দ্বিশতকের ওপর দাঁড়িয়ে প্রথম ইনিংসে দলীয় সংগ্রহ ৫০০ ছাড়িয়েছে টাইগাররা।

এতদিন টেস্টে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ ২১৭ রান ছিল সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারকে মুশফিক ছাড়িয়ে যেতেই থামল টাইগারদের রানের চাকা। সাত উইকেটে ৫২২ রানের ইনিংস ঘোষণা করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশাল সংগ্রহে অবদান ছিল তারও। ৩৬ রানের ইনিংসে ধৈর্যশক্তির চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন তিনি। বল মোকাবিলা করেছেন ১১০টি। বাউন্ডারি মাত্র তিনটি।

অধিনায়কের চেয়েও কম বল খেলেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের প্রথম ইনিংসের সর্বোচ্চ তৃতীয় ব্যক্তিগত সংগ্রহ তার। ১০২ বলের ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান মুশফিককে যোগ্য সঙ্গটাই দিয়েছেন তিনি। তবে রান তোলায় একটা তাড়না ছিল মিরাজের মধ্যে। ইনিংস শেষে মুশফিকের মতো অজেয় থাকলেন তিনিও। ২২ গজ ছাড়ার আগে পাঁচটি চার ও এক ছক্কায় ৬৮ রানের ঝলমলে ইনিংসটা সাজিয়েছেন মিরাজ।

কাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাঁচ উইকেটে ৩০৩ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা মুশফিক ১১১ রানের ইনিংসটাকে পরিণত করেছেন দ্বিশতকে। উইকেটে তার সঙ্গী মাহমুদউল্লাহর বিদায়ে ভাঙে ষষ্ঠ উইকেটে ৭৩ রানের জুটি। কিছুক্ষণের মধ্যে সাজঘরে ফিরে গেলেন নতুন ব্যাটসম্যান আরিফুল হকও। ১৮ বলে মাত্র চার রানে ফিরেছেন সিলেট টেস্টে দ্যুতি ছড়ানো আরিফুল।

এরপরই মিরাজকে নিয়ে মুশফিকের ১৪৪ রানের অবিচ্ছেদ্য জুটি। এই জুটির ওপর দাঁড়িয়ে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। সেই রানের চাপায় ইতোমধ্যে ধুঁকতে শুরু করেছে জিম্বাবুয়ে। কাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে হারিয়ে ধাক্কা খায় সফরকারী দলটি। জিম্বাবুয়ে দলপতির ঘাতক সিলেট টেস্টে ১১ উইকেট নেওয়া তাইজুল ইসলাম।

১৪ রানে ফিরে যান মাসাকাদজা। ২০ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে দিন শেষে যোগ করেছে আরো পাঁচ রান। আজ এক উইকেটে ২৫ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবে অতিথিরা। দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪৯৭ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। উইকেটে আছেন ব্রায়ান চারি। ৪৮ বলে ১০ রান করেছেন তিনি। তার সঙ্গী ডোনাল্ড ত্রিপানি ১৬ বল মোকাবিলার পরও রানের খাতা খুলতে পারেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close