ক্রীড়া প্রতিবেদক

  ১১ নভেম্বর, ২০১৮

ঢাকায় ক্রিকেট টুর্নামেন্টে মিলনমেলা

চট্টগ্রাম ও কক্সবাজারের পর ঢাকায় শুরু হতে যাচ্ছে ইউরোস্টার ক্রিকেট কার্নিভাল। দুই দিনব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে। আগামী শুক্রবার মাঠে গড়াবে রোমাঞ্চকর এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ১২ দলের এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার প্রতিদিনের সংবাদ এবং তিতাস জার্নাল ডটকম।

টুর্নামেন্টে অংশ নিচ্ছেন নানা পেশার মানুষ। যাদের প্রত্যেকেই ২০১২ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপের সদস্য। তাদের মিলনমেলারই কেতাবি নাম দেওয়া হয়েছে ‘ইউরোস্টার ক্রিকেট কার্নিভাল’। যেখানে জয়-পরাজয় ছাপিয়ে পাদপ্রদীপে উঠে আসবে পারষ্পারিক সম্প্রীতি, সৌহার্দ্য, আস্থা, শ্রদ্ধাবোধ তথা সামাজিক বন্ধন। বিশাল এই গোষ্ঠীর সদস্যরা ২০০২ ও ২০০৪ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঢাকার এই কার্নিভালের রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। তাদেরই একজন মোহাম্মদ সালাউদ্দিন। প্রিয় দলের জন্য শুভ কামনা জানিয়েছেন ক্রিকেটপ্রেমী এই প্রবাসী, ‘ক্রিকেট আমার প্রিয় খেলা। দেশে থাকলে বন্ধুদের সঙ্গে আমিও কার্নিভালে অংশ নিতাম। তবে যেখানেই থাকি বন্ধুদের ভীষণ মিস করি। ক্রিকেট কার্নিভালে ‘উত্তরা ইম্পেরর্স’র জন্য রইল শুভ কামনা। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে মতিঝিল করপোরেট জায়ান্ট, হোম অব ক্রিকেট ব্যাটল অব মিরপুর, ওল্ড ঢাকা গ্ল্যাডিয়েটর্স, নারায়ণগঞ্জ ইউনাইটেড, উত্তরা ইম্পেরর্স, বাংলামটর এভেঞ্জার্স, স্পার্টান স্ট্রাইকার্স, সার্কিট হাউজ ঈগলস, ডিএমএস সুলতানস, নওয়াবস অব ঢাকা, কিংস অব গাজীপুর, সাভার ব্লাস্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close