ক্রীড়া প্রতিবেদক

  ১১ নভেম্বর, ২০১৮

টেস্ট ক্রিকেটে দেড় যুগেও অপরিণত বাংলাদেশ

২০০০ সালে টেস্টখেলুড়ে দেশের মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। একই বছরের ১০ নভেম্বর ভারতের বিপক্ষের ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল টাইগাররা। দীর্ঘ সেই যাত্রার দেড় যুগ পূর্ণ হয়েছে কাল। অথচ এমন একটি দিনে বাংলাদেশকে ভাবতে হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে কীভাবে সিরিজ বাঁচানো যায় তা নিয়ে। ক্রিকেটের কুলীন সমাজে ১৮ বছর শেষে টাইগারদের অবস্থান কোথায় সেটা বোঝা যাচ্ছে ওপরের কথাটাতেই। কাল ঢাকা পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কোনো রাগঢাগ না রেখেই বলে দিয়েছেন, ‘যদি ফলাফল হিসেবে করে দেখেন, তাহলে হয়তো অতটা প্রাপ্তবয়স্ক হতে পারিনি! টেস্ট ক্রিকেট আপনাকে অনেক বেশি খেলতে হবে, তবেই আপনি ফলটা পাবেন। অন্য সংস্করণে যেভাবে ভালো খেলছি, ছন্দটা ধরতে পেরেছি, টেস্টে হয়তো সেটা পারছি না। কিছু ম্যাচে আমরা ভালো করেছি, কিছু ম্যাচে আবার বাজে করেছি। এটা থেকে বের হওয়া দরকার, বের হতেই হবে। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্সে শৃঙ্খলা থাকতে হবে। টেস্ট ক্রিকেটে আপনাকে জুটি গড়তে হবে, ব্যাটিং কিংবা বোলিংয়ে। তাহলে ফলাফল পক্ষে আসবে।’

প্রসঙ্গত, ১০৯ টেস্টে বাংলাদেশের সাফল্যের হার ১৬.৫%। দেড় যুগে ১০টিতে জিতেছে বাংলাদেশ। টাইগাররা ড্র করেছে একটিতে। বাকি ৮৩ ম্যাচেই হার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close