ক্রীড়া ডেস্ক

  ১০ নভেম্বর, ২০১৮

পর্তুগাল দলে নেই রোনালদো

উয়েফা নেশন্স লিগে পর্তুগালের শেষ দুই ম্যাচের জন্যও দলে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো।

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় উরুগুয়ের বিপক্ষে হেরে ছিটকে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। পর্তুগিজ উইঙ্গার এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১৫৪টি ম্যাচ খেলে করেছেন ৮৫ গোল। পর্তুগালের ফুটবল ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। এ ছাড়া সিআর সেভেন পর্তুগিজদের ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আগামী ১৭ নভেম্বর স্বাগতিক ইতালির বিপক্ষে খেলবে পর্তুগাল। এর তিন দিন পর ঘরের মাঠে পোল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচের জন্য দুই ডিফেন্ডার হোসে ফন্তে ও রাফায়েল গেরেইরো এবং দুই মিডফিল্ডার আন্দ্রে গোমেজ ও হোয়াও মারিওকে দলে ফিরিয়েছেন কোচ ফের্নান্দো সান্তোস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close