ক্রীড়া ডেস্ক

  ০৯ নভেম্বর, ২০১৮

বোল্টের হ্যাটট্রিক পাকিস্তানের হার

টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠা পাকিস্তানকে ওয়ানডে সিরিজের শুরুতেই ৪৭ রানে হারিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। একদিনের ক্রিকেটে পাকবাহিনীর বিপক্ষে এটা কিউইদের টানা ১২তম জয়। পরশু টস জিতে আগে ব্যাট করতে নেমে রস টেলর (৮০) ও টম লাথামের (৬৮) ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬৬ রান করেছে নিউজিল্যান্ড। কিউইদের পতন হওয়া উইকেটের চারটি করে নিয়েছেন শাহিন আফ্রিদি এবং শাদাব খান। নিউজিল্যান্ডের কঠিন চ্যালেঞ্জের জবাব দিতে নেমে ট্রেন্ট বোল্ট লোকি ফার্গুসনের তোপে (দুজনে সমান তিন উইকেট) ইনিংসের ১৬ বল বাকি থাকতে ২১৯ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ৫০ রান করেছেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানের ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক তুলেন নেন বোল্ট। শুরুর ধাক্কাটা শেষ অবধি সামলে নিতে পারেনি স্বাগতিকরা। আজ আবুধাবির একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close