ক্রীড়া ডেস্ক

  ০৯ নভেম্বর, ২০১৮

পিএসজির কাছে এমবাপ্পের দাবি

এক বছরের ধারে পিএসজিতে এলেও ২০১৭-১৮ মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে বিক্রি হয়ে যাবেন পিএসজির কাছে, এটা ছিল শর্ত। সে হিসেবেই গত মৌসুম কাঁপানোর পর চলতি মৌসুমেও পিএসজিতে খেলছেন বিশ্বকাপজয়ী এই তরুণ তারকা। কিন্তু তবে ফরাসি এক দৈনিক জানিয়েছে, এমবাপ্পের উচ্চাভিলাষিতার নানা খবর। তাদের দাবি এমবাপ্পেকে কেনার জন্য ২১৪ মিলিয়ন ইউরো ব্যয় করতেও রাজি ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু নিজের শহরে থাকা এবং নিজ দেশের ক্লাবের খেলবেন বলে এমবাপ্পে নাম লেখান পিএসজিতে। অন্যদিকে ফুটবল লিকসে ফাঁস হওয়া তথ্য দিয়ে জানা যায় পিএসজির কাছে উচ্চাভিলাষিতার জন্য অনেকগুলো দাবি করেছিলেন এমবাপ্পে। তার মূল দাবি ছিল, পারিশ্রমিক নেইমারের সমান করে দেওয়ার। নেইমার পারিশ্রমিক পান বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে। এমবাপ্পেও দাবি করেছিলেন, একই পারিশ্রমিক। সেক্ষেত্রে তাকে জিততে হবে ব্যালন ডি’অর। এমবাপ্পের আরো একটি উচ্চাভিলাষী দাবি ছিল। বছরে অন্তত ৫০ ঘণ্টা ব্যবহারের জন্য তাকে ব্যক্তিগত বিমান (প্রাইভেট জেট) দিতে হবে। কিন্তু বিষয়টা অতিরিক্ত বলে নাকচ করে দিয়েছিল পিএসজি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close