ক্রীড়া ডেস্ক

  ০৮ নভেম্বর, ২০১৮

এক ওভারে ৪৩ রানের রেকর্ড

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান দেয়ার নতুন রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের উইলেম লুডিক। তার এ রেকর্ডে কিছুটা হলেও স্বস্তি পাবেন বাংলাদেশের আলাউদ্দিন বাবু। কারণ বাবুকে পেছনে ফেলেই এক ওভারে সবচেয়ে বেশি রান দেয়ার তালিকায় এক নম্বরে উঠেছেন এই কিউই মিডিয়াম পেসার।

২০১৩ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে এক ওভারে ৩৯ রান দিয়েছিলেন পেসার আলাউদ্দিন। বুধবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডের টুর্নামেন্ট ‘দ্য ফোর্ড’ ট্রফিতে লুডিকের এক ওভার থেকে আসে ৪৩ রান! মাত্র চর্তুথ ম্যাচ খেলতে নামা সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ২১ বছর বয়সী মিডিয়াম পেসার লুডিকের ওপর তা-ব চালিয়েছেন নর্দান ডিস্ট্রিক্টসের জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন। হ্যাম্পটনের বাউন্ডারিতে শুরুর পর টানা দুটি নো বলে ছক্কা। পরের বলে বৈধ ডেলিভারিতে ছক্কা। তৃতীয় বৈধ বলে

একটি সিঙ্গেল। স্ট্রাইকে এবার কার্টার। তার ব্যাট থেকে আসে টানা তিন বলে ছক্কা। প্রথম ৯ ওভারে ৪২ রান দিয়েছিলেন লুডিক। শেষ ওভারের পর তার বোলিং ফিগার ১০-০-৮৫-১।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close