ক্রীড়া প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৮

শিরোপার কাছে রাজশাহী

এনামুলের হ্যাটট্রিক

রাজিন সালেহর বিদায়ী ম্যাচে হ্যাটট্রিক করলেন এনামুল হক জুনিয়র। হ্যাটট্রিক গড়ার দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়া আব্দুর রাজ্জাককে ছুঁয়ে ফেলেছেন এনামুল। দুজনই সমান ৩৪ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

কাল কক্সবাজারে প্রথম ইনিংসে ১০৮ রানের লিড নিয়েছে ঢাকা বিভাগ। ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা নাদিফ চৌধুরির দল থামে ৩৪৬ রানে। জবাবে ৪ উইকেটে ১০২ রানে দিন শেষ করেছে সিলেট বিভাগ। প্রথম ইনিংসে ২৩৮ রান করেছিল সিলেট। এনামুলের ইতিহাস গড়ার দিনে লিগের শেষ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তুষার ইমরান। তবে রানের দেখা পেয়ছেন সৌম্য সরকার। ৮৩ রানে আউট হয়েছেন তিনি। বগুড়ায় প্রথম ইনিংসে খুলনার ২৬১ রানের জবাবে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রান তুলেই ইনিংস ঘোষণা করে রংপুর। ১২ রানের লিড পাওয়া রংপুর দ্বিতীয় ইনিংসে তুলেছে ৬ উইকেটে ১৯২ রান। কাল তৃতীয় দিনের খেলা শেষে ২০৪ রানে এগিয়ে আছে তারা।

জাতীয় ক্রিটে লিগের শেষ রাউন্ডে প্রত্যাশিতভাবেই শিরোপার খুব কাছে চলে এসেছে রাজশাহী বিভাগ। শিরোপা উদ্ধারের খুব দূরে নেই তারা। আজ শেষ দিনে বরিশাল বিভাগের বিপক্ষে ১০২ রান করলেই চ্যাম্পিয়ন হবে রাজশাহী। তাদের হাতে অক্ষত আছে আরো ৮টি উইকেট। কাল রাজশাহীতে দ্বিতীয় ইনিংসে বরিশালকে ৩৪৬ রানে অলআউট করেছে স্বাগতিক দলটি। শেষ ইনিংসে ২৮৪ রানের ল্েয নেমে তৃতীয় দিন শেষ করেছে তারা ২ উইকেটে ১৮২ রানে।

বরিশাল দিন শুরু করেছিল ৬ উইকেটে ২৪৬ রান নিয়ে। দুই অপরাজিত ব্যাটসম্যান শামসুল আলম ও তানভির ইসলামের জুটি তাদের নিয়ে যায় তিন শ ছাড়িয়ে। কিš' এই জুটি ভাঙার পর আর বেশিদূর এগোতে পারেনি তারা। ৫৬ রান করেন শামসুল, রবিউল ৩২। শেষ চারটি উইকেটই নেন অভিজ্ঞ ফরহাদ রেজা।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট বিভাগ-ঢাকা মেট্রো

সিলেট ১ম ইনিংস : ২৩৮

ঢাকা ১ম ইনিংস : (দ্বিতীয় দিন শেষে ২৩৬/৪) ১১৪.৫ ওভার ৩৪৬ (মজিদ ১০৪, তাইবুর ১৫, নাদিফ ২৮, মোশাররফ ৫০, শাহাদাত ৩৪*; ইমরান ১/৪২, নাবিল ১/৫৪, ইবাদত ২/৫৯, এনামুল জুনিয়র ৫/৮৭, শাহানুর ১/৯৭)।

সিলেট ২য় ইনিংস : ৪৯ ওভার ১০২/৪ (ইমতিয়াজ ৮, শানাজ ১২, রাজিন ৪০*, কাপালী ৩৯, এনামুল জুনিয়র ২*; শাহাদাত ২/১৯, মোশাররফ ০/১৫ তাইবুর ১/২৮, সাইফ ০/১৪, শুভাগত ১/২৬)।

খুলনা বিভাগ-রংপুর বিভাগ

খুলনা ১ম ইনিংস : ২৬১

রংপুর ১ম ইনিংস : ৯৫.২ ওভার ২৪৯/৮ (ডি.) (আগের দিন ১২৬/৪) (শুভ ৪৮, তানবীর ২৮, ধীমান ৫০*, সাজেদুল ২৯, হালিম ১/৪৪, সৌম্য ১/২০, আল আমিন ১/৬০, জিয়াউর ১/৩২, রাজ্জাক ৪৬২, মেহেদি ০/১৩, আফিফ ০/৯)।

খুলনা ২য় ইনিংস : ৪৩ ওভার ১৯২/৬ (এনামুল ৬, সৌম্য ৮৩, সোহান ৫২, জিয়াউর ১৭*, মইনুল ৬*; শুভাশিস ১/২৬, সাজেদুল ০২১, রবিউল ২/১, তানবীর ০/২৯, সঞ্জিত ০/১৩, শুভ ১/৪১, মাহমুদুল ২/৩৮)।

বরিশাল বিভাগ-রাজশাহী বিভাগ

বরিশাল ১ম ইনিংস : ৯৭

রাজশাহী ১ম ইনিংস : ১৬০

বরিশাল ২য় ইনিংস : ১০৫.৩ ওভার ৩৪৬ (আগের দিন ২৪৬/৬) (শামসুল ৫৬, তানভীর ৩২, রাব্বি ১৫; ফরহাদ রেজা ৪/৫৯, শফিকুল ০/৪৫, মোহর ৩/৯৪, সানজামুল ১/৭০, সাব্বির রহমান ১/৫)।

রাজশাহী ২য় ইনিংস : (লক্ষ্য ২৮৪) ৫১ ওভার ১৮২/২ (মিজানুর ৩০, সাব্বির হোসেন ৪৯, জুনায়েদ ৬৫*, জহুরুল ২৫*; রাব্বি ২/৭১, সোহাগ ১/৪৫, নুরুজ্জামান ০/১২, তানভির ১/৩৫।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close