ক্রীড়া ডেস্ক

  ০৭ নভেম্বর, ২০১৮

চোটে মৌসুম শেষ নাদালের

চোট পিছু ছাড়ছে না রাফায়েল নাদালের। এবার পায়ের গোড়ালির চোটের জন্য মৌসুম শেষের এটিপি ট্যুর ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন টেনিসের দুই নাম্বার বাছাই রাফায়েল নাদাল। চোটে কাবু স্প্যানিশ টেনিস সেনসেশন জানান, এটিপি ট্যুর ফাইনাল থেকে সরে দাঁড়ানোর কথা।

চলতি মৌসুমের বেশির ভাগ সময় চোটের জন্য কোর্টের বাইরে কাটাতে হয়েছে নাদালকে। সরে দাঁড়াতে হয়েছে কয়েকটি টুর্নামেন্ট থেকেও। এবার এটিপি ট্যুর ফাইনালস থেকে নাম সরিয়ে নিলেন নাদাল। এ ছাড়া অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেনের মাঝপথেও নাম প্রত্যাহার করতে হয়েছিল তাকে। তবে এসবের মধ্যেও চলতি মৌসুমে ফরাসি ওপেনসহ পাঁচটি শিরোপা জিতেছেন তিনি। ২০০৫, ২০০৮, ২০১২ ও ২০১৪ সালেও চোটের জন্য ট্যুর ফাইনালস থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৩২ বছর বয়সী তারকা। নাদালের অনুপস্থিতে ঐতিহ্যবাহী ট্যুর ফাইনালে অভিষেক হতে চলেছে ৩৩ বছর জন ইসনারের। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাদাল জানান, মৌসুমের শেষ পর্যন্ত নিজেকে ফিট রাখার জন্য সব রকম চেষ্টা করেছি। প্যারিস ও লন্ডনে খেলার ভীষণ ইচ্ছা ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close