সিলেট প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০১৮

ব্যাখ্যা নেই অধিনায়কের কাছেও

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে বাংলাদেশ। রানের হিসেবে এই হার যতটা না দৃষ্টিকটু, তার চেয়ে বেশি দৃষ্টিকটু মাঠে বাংলাদেশের পারফরম্যান্সের ধরন। লজ্জাজনক এই হারের বিপরীতে কোনো অজুহাত দাঁড় করাতে চাইছেন না বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে সরাসরি অধিনায়ক বলে দিলেন, ‘এই হারের কোনো অজুহাত নেই। আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি।’

প্রথম ইনিংসে ১৪২ রানে গুটিয়ে যাওয়ার পর কাল ফিরতি ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৬৯। কেন এমন বাজে ব্যাটিং এটার কোনো বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে। বিমর্ষ কণ্ঠে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ রকম ব্যাটিংয়ের ব্যাখ্যা দেওয়া আসলে কঠিন। শুধু একটা জিনিসই বলতে পারি, টেস্ট ক্রিকেট খেলতে গেলে যতটুকু ডিসিপ্লিনড থাকা দরকার, আমরা মনে হয় আমরা ততটুকু ছিলাম না। উইকেট বেশ ভালোই ছিল। ডিসিপ্লিনের বিষয়টা আমাদের আরেকটু ভালো করে দেখতে হবে। আর নিজেদের ওপর বিশ্বাস আরেকটু বাড়াতে হবে। বেশ কয়েকটি টেস্টে আমরা বাজেভাবে ব্যর্থ হয়েছি। এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে এবং একটা উপায় খুঁজে বের করতে হবে।’

৩২০ রান তাড়া করতে গিয়ে যে পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ, তা সফল হয়নি মন্তব্য করেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা সফল হয়নি। আমরা ইতিবাচক থাকার চিন্তা করেছিলাম। উইকেটেরও কোনো দোষ দেওয়া উচিত হবে না। আমরাই বাজে ব্যাটিং করেছি। তবে আমি বিশ্বাস করি, আমাদের ফিরে আসার সামর্থ্য আছে।’

ব্যাটিংয়ে বড় কোনো জুটি না হওয়ার হতাশাও ছিল অধিনায়কের কণ্ঠে। মাহমুদউল্লাহ বলেন, ‘টেস্ট ক্রিকেটে আপনি যদি জুটি গড়তে না পারেন, তাহলে আপনি ম্যাচ জিততে পারবেন না।’

বাংলাদেশ কী টেস্ট ক্রিকেটের প্রতি মনোযোগী? এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা অবশ্যই টেস্ট ক্রিকেটের প্রতি যতœবান। আমরা হয়তো কয়েকটি ইনিংসে রান করতে পারিনি। বোলাররা যথেষ্ট ভালো বল করছে। ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারছে না। তবে ওয়ানডেতে ব্যাটসম্যানরা ভালো ছন্দে আছে। আমরা হয়তো সেটা টেস্ট ক্রিকেটে নিতে পারছি না। অবশ্যই এটা চিন্তার বিষয়। এভাবে ব্যাটিং করতে থাকলে আমার মনে হয় না আমরা টেস্ট ক্রিকেটে ভালো কোনো অবস্থানে থাকব।’ যেকোনো হারই হতাশার। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সাড়ে তিন দিনে হেরে যাওয়ার হতাশার গভীরতা কৃষ্ণ গহ্বরে। টাইগাররা এমন একটা দলের কাছেই হারল যারা গত ১৭ বছরে কোনো টেস্ট ম্যাচ জেতেনি বিদেশের মাটিতে। টেস্ট ক্রিকেটে সব মিলিয়ে পাঁচ বছর ধরে জয়হীন। এমন একটা দলের কাছে এভাবে নিঃশর্ত আত্মসমর্পণের দায় নিয়ে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

কাল সিলেটে ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে এবং ক্রিকেটার হিসেবে এটা মানা কষ্টকর। দর্শকরা এসেছে আমাদের ভালো খেলা দেখতে। আমরা পারফর্ম করতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত। আশা করি, তারা যেভাবে সব সময় সমর্থন করেন, সেভাবেই করবেন। বাংলাদেশের ক্রিকেটের আগেও এমন সময় এসেছে তখনো আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করি সবাই মিলে আবার ঘুরে দাঁড়াব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close