ক্রীড়া ডেস্ক

  ০৬ নভেম্বর, ২০১৮

ইতালিতে আজ দুই মহারণ

আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে নামার আগে সুখবরই পাচ্ছে বার্সেলোনা। নির্বাসন শেষে মাঠে ফিরছেন কাতালানদের প্রাণভোমরা লিওনেল মেসি। সেভিয়ার বিপক্ষে হাতে চোট পাওয়ার তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আজ সান সিরোতে দেখা যেতে পারে ফুটবলের ক্ষুদে জাদুকরকে।

এমনিতে মেসিকে ছাড়াই দুর্দান্ত ফর্মে আছে বার্সা। গত দুই ম্যাচে মেসিকে ছাড়াই জয় পেয়েছে কোচ এরনেস্তো ভালভার্দের শিষ্যরা। তিন সপ্তাহ ধরে এলএমটেনের অভাব একেবারে বুঝতে দেয়নি কাতালানদের আরেক তারকা লুইস সুয়ারেজ। উরুগুইয়ান ফরওয়ার্ডের হ্যাটট্রিকে এল ক্ল্যাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। নিজেদের শেষ ম্যাচেও সুয়ারেজের জোড়া গোলে রায়ো ভায়োকানোর বিপক্ষে জয় নিয়ে ফিরেছে তারা। আজ যদি মেসি-সুয়ারেজ জুটি বাঁধেন তবে স্বাগতিক মিলানের ওপর দিয়ে ঝড়ই বয়ে যেতে পারে।

তবে নিজেদের মাঠে ছাড় দিয়ে যে কথা বলবে না তা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে ইন্টার। শেষ ম্যাচে জেনোয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেই বার্তায় দিয়ে রেখেছে নেরাজ্জুরিরা। এ ছাড়া এই মুহূর্তে ইতালিয়ান সিরি’এ লিগের দ্বিতীয় স্থানেও উঠে এসেছে কোচ লুসিয়ানো স্পেলেত্তির দল। কোচ স্পেলেত্তি অবশ্য বার্সার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সতর্কবার্তা দিয়ে রেখেছেন শিষ্যদের। অনেকটা জোক করেই বলেন, ‘আমরা ১৮-০ গোলে হারব যদি সাদামাটা অনুশীলন করি।’

প্রতিপক্ষ যে কতটা ভয়ংকর তা আগেই জানা হয়ে গেছে স্পেলেত্তির। বার্সার বিপক্ষে ন্যু ক্যাম্পের অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলের পরাজয় নিয়ে ফিরতে হয়েছে তাদের। আজকের ম্যাচটা তাই স্পেলেত্তির জন্য প্রতিশোধেরও। পরিসংখ্যান অবশ্য কথা বলছে বার্সার পক্ষে। দুই দলের ছয়বারের দেখায় তিন ম্যাচ জিতেছে কাতালানরা। দুই ড্রয়ের পাশাপাশি বাকি ম্যাচটিতে জয় পেয়েছে ইন্টার। তবে দুই দলের ব্যবধানটা গড়ে দিতে পারেন দুই আর্জেন্টাইন তারকা মেসি ও মাউরো ইকার্দি। গত মৌসুমের ইন্টারের সর্বোচ্চ গোলদাতা ইকার্দি এবারও ইন্টারের বড় আস্থা। ম্যাচটা যখন তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী ইন্টার এবং পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার, স্বাভাবিকভাবে আজ ফুটবল বিশ্বের চোখ থাকবে সান সিরোতে।

অন্যদিকে ইতালির মাঠ স্টাডিও সান পাওলোতে বসবে আরেকটি মহারণ। অ্যাওয়ে ম্যাচে পিএসজিকে স্বাগত জানাবে নাপোলি। কোচ টমাস টুখেলকে ইতালি সফর করতে হচ্ছে দুরু দুরু বুক নিয়ে। কারণ দ্বিতীয় রাউন্ডে যেতে হলে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে থাকা পিএসজিকে জয়ের ধারাটা অব্যাহত রাখতে হবে। নাপোলির বিপক্ষে গত ম্যাচেই একেবারে খাদ থেকে উদ্ধার পেয়েছিল তারা। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে যোগ করা সময়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে রোমাঞ্চকর ড্র পেয়েছিল পিএসজি। ফ্রেঞ্চ লিগে রেকর্ড টানা ১১ ম্যাচে জয় পাওয়া দলটিকে আজ আবার কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে। পিএসজির বড় ভরসা বিশ্বের সবচেয়ে ধারাল আক্রমণভাগ নেইমার-কাভানি-এমবাপ্পে ত্রয়ী।

‘সি’ গ্রুপকে আগে থেকেই বলা হচ্ছিল মৃত্যুকূপ। তা যেন ধীরে ধীরে আরো স্পষ্ট হচ্ছে। তবে গ্রুপটিতে স্বস্তিতে আছে লিভারপুল। অলরেডরা তিন ম্যাচে দুই জয় ও এক হার নিয়ে গ্রুপের শীর্ষে আছে। কোচ ইয়ুর্গেন ক্লপ আজ অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে বেলগ্রেড রেডস্টারের বিপক্ষে।

আজ মুখোমুখি

ইন্টার মিলান - বার্সেলোনা

নাপোলি - পিএসজি

টটেনহাম - আইন্দোফেইন

এফসি পোর্তো - লোকোমোটিভ মস্কো

মোনাকো - ক্লাব ব্রুগি

অ্যাট. মাদ্রিদ - বরুসিয়া ডর্টমুন্ড

বেলগ্রেড - লিভারপুল

শালকে ০৪ - গালাতাসারাই

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close