ক্রীড়া ডেস্ক

  ০৫ নভেম্বর, ২০১৮

বার্সেলোনার ত্রাতা সুয়ারেজ

ভাগ্যের জয়ে ফিরল রিয়াল

গত সপ্তাহেই ঝড় বয়ে গেছে রিয়াল মাদ্রিদের ওপর দিয়ে। সেই ঝড়েই সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ হয়ে যায় কোচ হুলেন লোপেতেগি অধ্যায়। ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লস ব্লাঙ্কোসদের হাল ধরেছেন সান্তিয়াগো সোলারি। ছোট কাঁধে বড় দায়িত্ব সামলাতে পারবেন তো? স্বাভাবিকভাবে সোলারিকে নিয়ে প্রশ্নটা উঁকি দিয়েছিল সবার মনে। আপাতত তা ভালোভাবেই সামাল দিয়েছেন ৪২ বছর বয়সী কোচ। দায়িত্ব নেওয়ার পরদিনই কোপা ডেল রে’তে মেলিয়ার বিপক্ষে রিয়ালকে বড় জয় এনে দিয়েছেন। তবে সোলারি নিজের কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় পরীক্ষাটা দিয়েছেন পরশু। লোপেতেগির অধীনে টানা পাঁচ ম্যাচ জয় বঞ্চিত থাকা দলকে ফিরিয়েছেন জয়ের ধারায়। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

তবে নির্ধারিত সময় পর্যন্ত বেশ ভালো পরীক্ষা দিতে হয়েছে অলহোয়াইটদের। বল দখলেও দুই দল লড়াই করেছে সমানে সমান। প্রথমার্ধটা গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার দ্বিতীয়ার্ধে বেশ ভয়ংকর হয়ে উঠে ভায়োদোলিদ। বেশ কয়েকবার আক্রমণ করে ভয় ধরিয়ে দিয়েছিল স্বাগতিক শিবিরে। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচে রিয়ালের ত্রাণকর্তা হয়ে উঠেন ভিনিসিয়াস জুনিয়র। ৭৩ মিনিটে মার্কো আসানসিওর বদলে মাঠে নামেন ব্রাজিলের এই বিস্ময় বালক। মাঠে নামার ১০ মিনিট পরই ইস্কোর পাস থেকে ডান পায়ের শটে বার্নাব্যুকে উল্লাসে ভাসান ভিনিসিয়াস। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধানটা দ্বিগুণ করেন করিম বেনজেমা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ফরাসি ফরওয়ার্ডের এটি সপ্তম গোল।

অবশ্য ইতোমধ্যে নতুন কোচের বেশ আস্থাভাজন হয়ে উঠেছেন বেনজেমা। সোলারি প্রশংসার সুরে বলেন, ‘তাকে (বেনজেমা) আমি প্রথম আবিষ্কার করছি না। আগের কোচরাও তাকে পছন্দ করতেন। আর সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়।’ জয়টা যে কত দরকারি ছিল তাও জানিয়েছে সোলারি, ‘এই কঠিন সময়ে, রিয়াল মাদ্রিদের জয়টা দরকার ছিল। ছেলেরা শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছে।’

একই দিনে অন্য ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। লুইস সুয়ারেজের জোড়া গোলে রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে কাতালানরা।

লিওনেল মেসি নেই। সিনিয়র খেলোয়াড় হিসেবে বার্সাকে একাই টানছেন সুয়ারেজ। এল ক্যাসিকোতে হ্যাটট্রিকের পর পরশু পেয়েছেন জোড়া গোল। ১১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন এই উরুগুইয়ান ফরওয়ার্ড। ৩৫ মিনিট ভায়েকানোকে সমতায় ফেরান হোসে অ্যাঞ্জেল পোজো। ৫৭ মিনিটে বার্সাকে হতভম্ব করে স্বাগতিকরা এগিয়ে যায় গার্সিয়া রিভেরার গোলে। ৮৭ মিনিটে উসমানে ডেম্বেলের গোলে হার এড়ায় বার্সা। ৯০ মিনিটে মঞ্চ আলো করে বার্সাকে জয় এনে দেন সুয়ারেজ।

এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার সিংহাসনটা ধরে রেখেছে এরনেস্তো ভালভার্দের শিষ্যরা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদিদ্র। তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ষষ্ঠ স্থানে।

এক নজরে ফলাফল

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনাল ১-১ লিভারপুল

উলভারহ্যাম্পটন ২-৩ টটেনহাম

এভারটন ৩-১ ব্রাইটন

কার্ডিফ সিটি ০-১ লেস্টার সিটি

স্প্যানিশ লা লিগা

রিয়াল মাদ্রিদ ২-০ ভায়াদোলিদ

ভায়োকানো ২-৩ বার্সেলোনা

লেগানেস ১-১ অ্যাট. মাদ্রিদ

ভ্যালেন্সিয়া ০-১ জিরোনা

ইতালিয়ান সিরি’এ লিগ

জুভেন্টাস ৩-১ কালিয়ারি

ইন্টার মিলান ৫-০ জেনোয়া

ফিওরেন্টিনা ১-১ রোমা

জার্মান বুন্দেসলিগা

বায়ার্ন মিউনিখ ১-১ ফ্রেইবুর্গ

ভলফস্বুর্গ ০-১ ডর্টমুন্ড

লেভারকুজেন ১-৪ হফেনহেইম

হার্থা বার্লিন ০-৩ লাইপজিগ

শালকে ৩-১ হ্যানোভার

ফ্রেঞ্চ লিগ ওয়ান

লিঁও ১-১ বোর্দো

রেইমস ১-০ মোনাকো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close