ক্রীড়া প্রতিবেদক

  ০৩ নভেম্বর, ২০১৮

ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে

ওয়ানডে সিরিজে টাইগারদের বিপক্ষে হোয়াইটওয়াশের পর এবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে। এমনটাই ইঙ্গিত দিলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

গতকাল শুক্রবার দুপুর ১টায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো ক্রিকেট খেলে। তাদের টিম কম্বিনেশন দারুণ। তবে প্রথম টেস্টে আমাদের ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’

আজ শনিবার সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কন্ডিশন পরিচিত হলেও সিলেটের কন্ডিশন একেবারে অপরিচিত জিম্বাবুয়ের কাছে।

সিলেটের এই মাঠের উইকেট কেমন হবে সে সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসাকাদজা বলেন, সিলেটের নতুন মাঠে উইকেট এখনো দেখা হয়নি। উইকেট দেখে আমরা খেলার পরিকল্পনা সাজাব।

অবশ্য উইকেট নিয়ে খুব একটা ভাবছেন না জিম্বাবুয়ের অধিনায়ক। তাদের ভাবনায় শুধু এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানো। সংবাদ সম্মেলন শেষ করেই অনুশীলনে নেমে পড়ে জিম্বাবুয়ে দল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close