সিলেট প্রতিনিধি

  ০২ নভেম্বর, ২০১৮

বেল বাজিয়ে ভেন্যু অভিষেক

কলকাতার বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন্স এবং ক্রিকেটের তীর্থস্থান লর্ডসের যাত্রা শুরু হয়েছিল বেল বাজিয়ে। ম্যাচ রেফারি এবং কিংবদন্তি ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগে বেল বাজিয়ে ভেন্যু দুটির আনুষ্ঠানিক পথচলা শুরু করেছিলেন। এবার ভেন্যু দুটির পদাঙ্ক অনুকরণ করতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামীকাল বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে ক্রিকেটের অভিজাত ফরম্যাট আন্তর্জাতিক টেস্ট অধ্যায়ে নাম লেখাবে সিলেট। সিলেট টেস্টের রেফারি ইলেকট্রনিক সিস্টেমের বেল বাজিয়ে শুরু করবেন ম্যাচের আনুষ্ঠানিকতা।

সিলেটের অভিষেক টেস্ট ম্যাচের বেলটি বাজাবেন দায়িত্বপ্রাপ্ত ম্যাচ রেফারি। পরবর্তীতে কিংবদন্তি ক্রিকেটাররা এসে বেল বাজিয়ে শুরু করবেন ম্যাচের আনুষ্ঠানিকতা। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্রিকেটের ঐতিহ্য বেল বাজিয়ে টেস্টের আনুষ্ঠানিকতা শুরু করবেন ম্যাচ রেফারি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close