ক্রীড়া ডেস্ক

  ০১ নভেম্বর, ২০১৮

কাতার বিশ্বকাপেই ৪৮ দল?

প্রশ্নটা উঠেছিল রাশিয়া বিশ্বকাপের আগে। দল থাকলে কেন ৪৮ দলের বিশ্বকাপ হবে না? অবশ্য ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে ৪৮ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্যতা জানিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তবে তার আগেই হয়তো ২০২২ কাতার বিশ্বকাপে ৪৮ দলের বিশ্বকাপ হতে পারে। এমনটি জানিয়েছেন খোদ ফিফা প্রেসিডেন্ট। তিনি জানান, ২০২৬ সালের আগেই ২০২২ সালেই ৩২ দলের বদলের ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হতে পারে।

ইনফান্তিনো এই মুহূর্তে এশিয়ান ফুটবল কনফেডারেশনসের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে কুয়ালালামপুরে রয়েছেন। সেখানেই তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বিশ্বকাপের দল ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হবে। এটা ২০২৬ এ হবে। এটা কী ২০২২এ হবে? আপনারা আমাকে জানেন। এটা সম্ভব। এটা সম্ভব। কেন নয়?’

তিনি আরো জানান, যদি দল বাড়ে তা হলে এশিয়ার সম্ভবনাও ৪.৫ থেকে বেড়ে ৮.৫ হয়ে যাবে। তাতেই হাততালিতে ফেটে পড়ে অনুষ্ঠানের আসর। আগামী বিশ্বকাপে ৪৮টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে তিনি কাতারের সঙ্গে কথা বলবেন বলেন জানান। ইনফান্তিনো বলেন, ‘এটা সম্ভব কি না তা আমাদের দেখতে হবে। আমরা আমাদের কাতারের বন্ধুদের সঙ্গে আলোচনা করছি। এই অঞ্চলে আমরা আমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গেও আলোচনা করছি। এবং আমি আশা করি এটা হতে পারে।’

তিনি আরো বলেন, ‘যদি না হয় তবে আমরা চেষ্টা করে যাব। আমরা চেষ্টা করব কারণ

আমরা ভালো কিছুর জন্য সবসময় চেষ্টা করে যায়।’ এ ছাড়া তিনি ক্লাব ফুটবল বিশ্বকাপ আয়োজনেরও আশ্বাস দেন। ইনফান্তিনো বলেন, ‘আমি চাই সত্যিকারের প্রতিযোগিতা তৈরি করতে। যাতে বিশ্বের সকল ক্লাব টার্গেট নিতে পারে।’

ইনফান্তিনো ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব নেন ২০১৬ সালে। আগামী বছর ফিফা প্রেসিডেন্ট

নির্বাচন। ইনফান্তিনোর বিশ্বাস, ২১১টি ফেডারেশনের মধ্যে ১৮০ দলই তার পক্ষে থাকবে। তিনি বলেন, ‘আপনারা জানেন

নির্বাচন এসে গিয়েছে। আমি নিজেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আমি ১৮০র ওপর ভোট পাব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close