ক্রীড়া ডেস্ক

  ০১ নভেম্বর, ২০১৮

‘মেসি আমার আদর্শ রোনালদো দৈত্য’

বললেন নেইমার

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরসূরি কে হবেন? এমন প্রশ্নের উত্তরে সর্বপ্রথম নেইমারের নাম চলে আসবে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেও জানাচ্ছেন, দুই কিংবদন্তির দেখানো পথ প্রতিনিয়তই অনুসরণ করে চলছেন তিনি। দুজনের কাছ থেকেই শিখছেন অনেককিছু।

পিএসজি যোগ দেওয়ার আগে বার্সেলোনা অধ্যায়ে মেসির সঙ্গে খেলেছিলেন নেইমার। কাতালান ক্লাবটির জার্সিতে তিন মৌসুমে ১৮৬ ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার করেছেন ১০৫ গোল। স্প্যানিশ লা লিগাতে বেশ কয়েকবারই রোনালদোর মুখোমুখি হয়েছিলেন নেইমার। ‘এল ক্লাসিকো’ প্রতিপক্ষ রোনালদোকে খুব কাছ থেকেই দেখেছিলেন নেইমার।

মেসিকে সতীর্থ হিসেবে পাওয়ায় বন্ধুর প্রতি নেইমারের টানটা একটু বেশিই। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার মেসিকেই নিজের আদর্শ হিসেবে মানছেন। মঙ্গলবার নেইমার বলেছেন, ‘আমি মেসির সঙ্গে খেলেছি। আমার কাছে তিনি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। ফুটবলে তিনিই আমার আদর্শ।’ নেইমার আরো বলেছেন, ‘মেসির কাছে আমি প্রতিদিনই শিখেছি। যখন আমরা অনুশীলন করতাম, খেলতাম কিংবা তার খেলা দেখতাম। এসব দেখে আমি আমার শক্তি এবং সামর্থ্য বাড়িয়েছি।’

মেসিকে নিজের আদর্শ ভাবা নেইমারের চোখে রোনালদো কেমন? শুনুন তার মুখেই, ‘রোনালদো একজন দৈত্য। তার মুখোমুখি হতে পারাটা গর্বের এবং সম্মানের। কারণ তাকে মোকাবেলা করার আগে আমাদের অনেক প্রস্তুতি নিতে হতো। সেও ইতিহাসের সেরাদের একজন। তার বিপক্ষে খেলতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি তার কাছ থেকেও অনেক কিছু শিখতে পারেন।’

মেসি-রোনালদো দুজনকে উদ্দেশ্য করে নেইমার বলেছেন, ‘আমি দুজনের কাছ থেকেই শিখছি। আমি আরো জিততে চাই। আরো শিরোপা চাই। অনেক গোল চাই। তাদের কাছ থেকে আমি প্রতিনিয়তই শিখছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close