ক্রীড়া ডেস্ক

  ২৬ অক্টোবর, ২০১৮

গ্যালারিতে মেসি এবং থিয়াগো

বার্সেলোনাকে স্বরূপে ফেরাতে গিয়ে লিওনেল মেসি নিজেই চলে গেছেন মাঠের বাইরে। অন্তত তিন সপ্তাহ নির্বাসনে থাকতে হবে তাকে। ন্যু ক্যাম্পে পরশু থাকে ছাড়াই ইন্টার মিলানের মুখোমুখি হয়েছে বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা এই ম্যাচে না থেকেও ছিলেন। সতীর্থদের অনুপ্রাণিত করতে পুত্র সন্তান থিয়াগোকে নিয়ে গ্যালারিতে হাজির হয়েছিলেন তিনি। বড় ছেলেকে নিয়ে হাত ভাঙা অবস্থা মেসিকে দেখা যায় গ্যালারিতে বসে থাকতে। বাবা-ছেলে পাশাপাশি বসে দেখেছেন বার্সেলোনার দারুণ জয়টা।

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে হাতে চোট পান মেসি। ডান হাতের হাড়ে চিড় ধরায় কয়েকটা ম্যাচই খেলতে পারবেন না তিনি। তাকে ছাড়া পরশু প্রথম ম্যাচটি খেলেছে বার্সা। মেসি দলে না থাকলেও ছিলেন মাঠের বাইরে। গ্যালারি থেকেই সতীর্থদের উৎসাহ দিতে দেখা যায় তাকে। তাকে হতাশ করেননি সতীর্থরা। ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলের জয় উপহার দিয়েছেন কুতিনহো-সুয়ারেজরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close