ক্রীড়া ডেস্ক

  ২৬ অক্টোবর, ২০১৮

চমকে ঠাসা টেস্ট দল

সিরিজ থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন, কামরুল ইসলাম ও নুরুল হাসান

তুষার ইমরানের সাম্প্রতিক ফর্ম তার টেস্ট দলে ফেরার গুঞ্জনটা উঠিয়ে দিয়েছিল। সেটা ওই পর্যন্তই থাকল। তাকে টেস্ট দলে ডাকেননি নির্বাচকরা। জিম্বাবুয়ের বিপক্ষে নির্বাচকরা যে টেস্ট দলটা দিয়েছেন সেখানে সবচেয়ে বড় চমক খালেদ আহমেদ। আগের মতো এই সিরিজেও জায়গা হয়নি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা তুষার ইমরানের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ৩ নভেম্বর, সিলেটে।

আগেই জানা গিয়েছিল বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়ায় তার জায়গায় এবার অধিনায়কত্ব করতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেটি কাল আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছে বিসিবি। তবে বিকেলে বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে যে ১৫ জনের টেস্ট দল ঘোষণা করল, সেটিতে বড় চমক হয়ে এসেছে খালেদের নাম। ১৫ জনের দলে এমন চারজন আছেন, যাদের এখনো টেস্ট অভিষেক হয়নি। তবে এদের মধ্যে বাকি তিনজন এরই মধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। খালেদ সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে ঠিক ততটা চেনা নাম নন।

২৬ বছর বয়সী পেসার খালেদ অনেক দিন ধরেই আছেন বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলে, খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলেও। জাতীয় লিগের এই রাউন্ডেও পেয়েছেন ১০ উইকেট। দারুণ গতিতে বোলিং করতে পারেন, প্রথমবারের মতো তাকে বাংলাদেশ দলে নিতে এটিই সহায়তা করেছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন খালেদকে নেওয়া প্রসঙ্গে বললেন, ‘খালেদ এইচপি ও ‘এ’ দলে খুব ভালো বোলিং করেছে। শুধু এইচপিতেই নয়, আমি মনে করি এই মুহূর্তে সে বাংলাদেশের সেরা তিন গতিময় বোলারের একজন।’

খালেদের সঙ্গে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন আরিফুল হক, মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম। মিঠুন এশিয়া কাপ থেকেই ছন্দে আছেন। ওয়ানডের পর তার টেস্ট দলে জায়গা পাওয়াটা অবাক করার মতো কিছু নয়। যেহেতু সাকিব নেই, বাঁ-হাতি স্পিনার হিসেবে নাজমুল ইসলাম অপুর টেস্ট দলে ঠাঁই পাওয়া এক রকম নিশ্চিতই ছিল। তবে ওয়ানডে দলেই যার রিজার্ভ বেঞ্চে সময় কাটছে, আরিফুল হককে টেস্ট দলে অন্তর্ভুক্তি নিয়ে মিনহাজুলের ব্যাখ্যা, ‘নিচের দিকে ভালো ব্যাটিং করতে পারবে আবার মিডিয়াম পেস বোলিংটাও করতে পারবে এ বিবেচনায় আরিফুলকে নেওয়া।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন, কামরুল ইসলাম ও নুরুল হাসান। তবে ক্যারিবীয় সফরে যাওয়া চোট প্রবণ পেসার শফিউল ইসলামকে রাখা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলেও। নির্বাচকেরা নিজেরাই অনেক সময় বলেন, শফিউলের এক টেস্ট খেলার ফিটনেস নেই! তবুও তার ওপর কেন নির্বাচকদের এত আস্থা? মিনহাজুলের যুক্তি, ‘শফিউল আমাদের একমাত্র বোলার যে পুরোনো বলে খুব ভালো সুইং করাতে পারে। বারবার চোটে পড়লেও এ কারণে ওর ওপর আস্থা রাখি।’

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে গত দুই বছর ধারাবাহিক খেলা তুষার ইমরানের জায়গা হয়নি এবারও। যিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন, তাকে কেন একটা সুযোগ দিচ্ছেন না নির্বাচকেরা, প্রশ্নটা ঘুরেফিরে আসছে। মিনহাজুল অবশ্য এটা নিয়ে কিছু বলতে চান না। তবে তুষারের মতো ক্যারিয়ারের শেষ দিকে আসা খেলোয়াড়দের নিয়ে নির্বাচকেরা যে ভাবতে চান না, সেটি পরিষ্কার!

বাংলাদেশ টেস্ট দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ ও নাজমুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close