ক্রীড়া ডেস্ক

  ২৬ অক্টোবর, ২০১৮

বিদায় বললেন ডোয়াইন ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ব্যাটে-বলে দুর্দান্ত ক্যারিবীয়ান এই অলরাউন্ডার কাল সংবাদ সম্মেলনের অবসরের ঘোষণা দিয়েছেন। যেখানে তিনি বললেন, ‘আজ (বৃহস্পতিবার) আমি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাব।’

২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ত্রিনিদাদিয়ান এই ক্রিকেটোরের। ব্রাভো ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে এবং ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে শেষ সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলেছিলেন। বিদায় বেলায় ব্রাভো বলেন, ‘১৪ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমার অভিষেক হয়। সেই মুহূর্তটা এখনো মনে পরে। লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে আমাকে খয়েরি রঙের ক্যাপটি পড়িয়ে দেওয়া হয়। তখনই আমি প্রবল উৎসাহ ও উদ্দীপনা অনুভব করি।’

তরুণ প্রজন্মের কথা ভেবেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন বলে জানিয়েছেন প্রয়াশই ব্যাট হাতে তান্ডব চালানো এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ব্যাট হাতে ৩১.৪২ গড়ে ২২০০ রান এবং ওয়ানডে ফরম্যাটে ২৯৬৮ রান করেন। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও সুইং ও সেøা ডেলিভারিতে ধরাশায়ী করেছেন বিশ্বের বাঘা বাঘা অনেক ব্যাটসম্যানকে। ওয়ানডে ফরম্যাটে তিনি ১৯৯ উইকেট শিকার করেছেন।

বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলেছেন ব্রাভো। আইপিএলে চেন্নাই সুপার কিংস ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশে এবং ক্যারিবিয়ান লিগ মাতিয়েছেন তিনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্রাভো বলেন, ‘আমি সত্যি সৌভাগ্যবান। ক্রিকেট ক্যারিয়ারে অনেক কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য বিশাল অভিজ্ঞতা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close