ক্রীড়া ডেস্ক

  ২৩ অক্টোবর, ২০১৮

রঙ্গনা হেরাথের অবসরের ঘোষণা

সীমিত ওভারের ক্রিকেটকে ২০১৬ সালেই বিদায় জানিয়েছিলেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। এবার শ্রীলঙ্কার হয়ে সাদা জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৬ নভেম্বর গলে ইংল্যান্ড বিপক্ষের প্রথম ম্যাচ খেলে অবসরে যাবেন এই অর্থোডক্স স্পিনার। শ্রীলঙ্কার হয়ে কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের পর সফল বোলারদের তালিকায় আছেন হেরাথ।

শ্রীলঙ্কার গলে ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয় হেরাথের। এবার সেই গলেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন এই লঙ্কান স্পিনার। হেরাথের অবসর শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলে মনে করেন লঙ্কান ক্রিকেট প্রধান অ্যাশলে ডি সিলভা। তিনি বলেন, ‘আমরা হেরাথকে ধন্যবাদ দিতে চাই, তার অমূল্য অবদানের জন্য।’

৪০ বছর বয়সী এই বোলার ৯২ টেস্টে ৪৩০ উইকেট শিকার করেছেন। বিশ্বসেরা টেস্ট বোলারদের মধ্যে ১০তম স্থানে রয়েছেন এই লঙ্কান কিংবদন্তি। এ ছাড়া গলের মাঠে ১০০ উইকেট ছোঁয়ার মাইলফলক থেকে মাত্র এক উইকেট দূরে আছেন হেরাথ। গলে একমাত্র ১০০ উইকেট শিকারি বোলার হচ্ছেন মুরালিধরন। হেরাথের অবসরের মধ্য দিয়ে একটি যুগের শেষ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close