ক্রীড়া ডেস্ক

  ২৩ অক্টোবর, ২০১৮

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি

এবার আরো বড় বোমা আল-জাজিরার

কয়েক দিন আগেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলে ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল আল-জাজিরা। এবার দ্বিতীয়বারের মতো আরেকটি বড় অভিযোগ সামনে এনেছে কাতার ভিত্তিক টিভি-চ্যানেলটি। গোপন ক্যামেরাই অভিযান চালিয়ে ২০১১ থেকে ২০১২ সালে হওয়া নির্দিষ্ট ১৫টি ক্রিকেট ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছে আল-জাজিরা। যেখানে আছে বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও।

গত রোববার আল-জাজিরা ‘ক্রিকেট’স ম্যাচ ফিক্সারস ‘দ্য মুনাওয়ার ফাইল্স’ নামক একটি ডকুমেন্টারি তৈরি করেছে। সেখানেই তারা এ অভিযোগ তুলে ধরেন। ১৫টি আন্তর্জাতিক ম্যাচের ২৬টি স্পট ফিক্সিংয়ের মধ্যে রয়েছে ছয়টি টেস্ট ছয়টি ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচ। যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, কেনিয়া, জিম্বাবুয়ে দেশগুলোর নাম জড়িত।

২৬টি স্পট ফিক্সিংয়ের ঘটনার মধ্যে জুয়াড়ি আনিল মুনাওয়ারের করা ২৫টি সঠিক প্রমাণিত হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক স্পোর্টস বেটিং ফার্ম জানিয়েছে, ‘২৬টির মধ্যে ২৫টিতেই মুনাওয়ারের ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছিল অথচ তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করেননি। যার মূল্য ১ থেকে ৯২ লাখ ডলার।’

আল জাজিরা মুনওয়ারের সঙ্গে বেশ কয়েকজন নামজাদা ক্রিকেটারের ছবিও প্রকাশ করেছে। তার মধ্যে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, লক্সিপতি বালাজি, উমর আকমলের মতো ক্রিকেটাররা। ২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মুনওয়ার কয়েকজন তারকার সঙ্গে ছবি তুলেছিল। তবে উল্লেখিত তারকারা মুনওয়ারের সঙ্গে এমন অনৈতিক বিষয়ে জড়িত কিনা এমন কিছুর প্রমাণ এখনো উপস্থাপন করতে পারেনি।

আল-জাজিরার দাবি, ২০১১-১২ সালের ম্যাচে স্পট ফিক্সিং হয়েছে এমন আন্তর্জাতিক ১৫টি ম্যাচের কথা উল্লেখ করেছে।

আল-জাজিরার ডকুমেন্টারি অনুযায়ী স্পট ফিক্সিংয়ে অভিযোগ যেসব ম্যাচে :

১.অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ওয়ানডে, ২১-১-২০১১। ২. অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে, ওয়ানডে বিশ্বকাপ, ২১-২-২০১১। ৩. ইংল্যান্ড বনাম হল্যান্ড, ওয়ানডে বিশ্বকাপ, ২২-২-২০১১। ৪. অস্ট্রেলিয়া বনাম কেনিয়া, ওয়ানডে বিশ্বকাপ, ১৩-৩-২০১১। ৫. ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে বিশ্বকাপ, ৬-৩-২০১১ । ৬. ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ওয়ানডে বিশ্বকাপ, ১১-৩-২০১১। ৭. ইংল্যান্ড বনাম ভারত, টেস্ট, ২১ থেকে ২৫ জুলাই ২০১১। ৮. দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, টেস্ট, ৯-১১-২০১১। ৯. অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, টেস্ট, ৯-১২ ডিসেম্বর ২০১১। ১০. ইংল্যান্ড বনাম পাকিস্তান, টেস্ট, ১৭-১৯ জানুয়ারি ২০১২। ১১. ইংল্যান্ড বনাম পাকিস্তান, টেস্ট, ২৫-২৮ জানুয়ারি ২০১২। ১২. ইংল্যান্ড বনাম পাকিস্তান, টেস্ট, ৩-৬ ফেব্রুয়ারি ২০১২। ১৩. শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ১৮-৯-২০১২। ১৪. ইংল্যান্ড বনাম আফগানিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২১-৯-২০১২। ১৫. দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২৮-৯-২০১২।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close