ক্রীড়া ডেস্ক

  ২২ অক্টোবর, ২০১৮

১১ বছর পর রোনালদো মেসিবিহীন ‘এল ক্লাসিকো’

স্প্যানিশ লা লিগার সবচেয়ে মর্যাদাকর ম্যাচটি হচ্ছে ‘এল ক্লাসিকো।’ প্রতি মৌসুমে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই দেখার জন্য উৎসুক হয়ে থাকে অগুনতি ফুটবলপ্রেমী। যে দল দুইটিতে খেলে বিশ্বের সবচেয়ে সেরা তারকা ফুটবলাররা। তার সঙ্গে দুই দলে বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। যারা কিনা এক দশক ধরে শাসন করে আসছে ফুটবল সাম্রাজ্য। কিন্তু নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে দেখা যাবে না এই দুই

তারকাকে। ১১ বছর পর পর লা লিগায় প্রথমবারের মতো রোনালদো-মেসিকে ছাড়াই মাঠে গড়াবে এল ক্লাসিকো।

জুলাইতে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক চুকিয়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। চির প্রতিদ্বন্দ্বীকে ছাড়াই ২৮ অক্টোবরের এল ক্লাসিকোতে খেলার জন্য মানসিকভবে প্রস্তুতি নিচ্ছিলেন মেসি। কিন্তু কে জানত, তিন সপ্তাহের জন্য মেসিকে চলে যেতে হবে মাঠের বাইরে! যার ফলে রোনালদো-মেসিবিহীন আগামী এল ক্লাসিকোটা পানসেই হতে চলেছে।

বার্সা ভক্তরা এই দুঃসংবাদ পেয়েছেন পরশু। সেভিয়ার বিপক্ষে বল দখলের লড়াইয়ে হাতে চোট পান মেসি। কবজির ওপরের হাড়ে চিড় ধরায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে

হবে মেসিকে। অর্থাৎ ২৮ অক্টোবর লা লিগার প্রথম এল ক্লাসিকোয় আর্জেন্টাইন তারকাকে পাচ্ছে না বার্সেলোনা।

গত এক দশকে এমনটা আর দেখা যায়নি। একেবারে সঠিক হিসাব অনুযায়ী, মেসি-রোনালদোহীন এল ক্লাসিকো গত ১১ বছরে এই প্রথম। রিয়াল-বার্সার এই চির প্রতিদ্বন্দ্বিতায় সর্বশেষ এমন নজির দেখা গিয়েছে ২৩ ডিসেম্বর, ২০০৭। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত সেই ম্যাচে হুলিও ব্যাপতিস্তার গোলে ১-০ গোলে জিতেছিল রিয়াল। রোনালদো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে। আর মেসি চোটের কারণে সেই ম্যাচটা খেলতে পারেননি। রোনালদো-মেসির শেষ দেখাটা হয়েছে ৫ জুলাই। ন্যু ক্যাম্পের এল ক্লাসিকোটি ড্র হয়েছিল ২-২ গোলে। গোলের দেখা পেয়েছিলেন মেসি ও রোনালদো উভয়েই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close