চট্টগ্রাম ব্যুরো

  ২১ অক্টোবর, ২০১৮

শোকের আবহে ট্রফি-আনন্দ

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রয়াণে শোকাচ্ছন্ন বন্দরনগরী চট্টগ্রাম। এই শোকের আবহের মাঝেই কাল চট্টগ্রাম আসে ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সোনারাঙা ট্রফি। চোখের প্রশান্তির নিতে ট্রফিটি একনজর দেখতে আগ্রহের কমতি ছিল না দর্শকদের। হাজার হাজার ক্রিকেটভক্ত ছুটে যান এমএ আজিজ স্টেডিয়ামে। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে এসব সমর্থক দেখেছেন বিশ্বকাপ ট্রফি। মুহূর্তটা ধরে রাখতে ভক্তরা সেলফি নিচ্ছেন, ছবি তুলছেন।

কাল বেলা ১১টায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ ও নাফিজ ইকবাল যৌথভাবে দর্শকদের জন্য ট্রফিটি উন্মুক্ত করে দেন। ট্রফির সৌন্দর্য উপভোগ করতে স্টেডিয়ামে ছুটে আসেন সাধারণ দর্শক থেকে শুরু করে সাবেক-বর্তমান ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠকরা। ট্রফি ছুঁতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তিনি বলেছেন, ‘যেকোনো খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারাটা ভাগ্যের বিষয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close