ক্রীড়া ডেস্ক

  ২০ অক্টোবর, ২০১৮

শ্রীলঙ্কায় যুবাদের নাটকীয় জয়

কলম্বোতে যুবাদের চার দিনের টেস্ট ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্নায়ুচাপে ঠাসা এই ম্যাচে ১৩ রানের জয় পেয়েছে তৌহিদ হৃদয়ের দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

এক উইকেটে ১৮ রান নিয়ে কাল চতুর্থ ও শেষ দিনের খেলতে নামে যুব টাইগাররা। তবে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১১৫ রানে। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে খানিকটা প্রতিরোধ গড়েন আকবর আলী। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ৪২ রানের ওপর ভর করে লড়াকু পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ। ১৯ রান খরচে চার উইকেট শিকার করেন লঙ্কান আশিয়ান ড্যানিয়েল। রোহান সঞ্জয়া নেন তিন উইকেট।

প্রথম ইনিংসে ২১ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। উইকেটে থিতু হয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক নিপুন পেরেরা (২১) ও সোনাল দিনুশা (২৪)। ৯৭ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্বাগতিকদের আশা বাঁচিয়ে রাখেন চামিন্দু ভিজেসিংহে। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ব্যবধান কমিয়ে আনে শ্রীলঙ্কা। আর এই ছোট পুঁজি নিয়েও দলকে দারুণ এক জয় এনে দেন শাহিন-হাসানরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close