ক্রীড়া ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০১৮

আজহারের হাস্যকর রান আউট

আবুধাবি টেস্টের প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে পাকিস্তান। কাল অজিদের ৫৩৮ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে পাক বাহিনী। প্রথম ইনিংস ৩০০ ছাড়ানোর আভাস দিয়েও পাকিস্তান গুটিয়ে যায় ২৮২ রানে। দ্বিতীয় ইনিংসে ৪০০ রান করেছে পাকিস্তান। বড় সংগ্রহ হয়েছে মূলত বাবর আজমের সৌজন্যে। কিন্তু আফফোস ক্যারিয়ারের প্রথম শতকের আভাস দিয়েও নার্ভাস ৯৯-এর শিকার হয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলতে থাকা আজাহার আলি আবার হয়েছেন হাস্যকর রানআউটের শিকার।

বিশাল লক্ষ্যে ব্যাট করতে কাল দিন শেষে এক উইকেটে ৪৭ রান করেছে অস্ট্রেলিয়া। আজ টেস্ট বাঁচাতে লড়াইয়ে নামবেন অজি দুই ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ (২৪*) ও ত্রাভিস হেড (১৭*)।

আগের দিন অজেয় থাকা আজাহার বেশিদূর এগোতো পারেনি। অদ্ভূতভাবে রান আউট হয়ে ৬৪ রানে ফিরে যান তিনি। পিটার সিডলের বলে ড্রাইভ করেন আজহার। বল সোজা গালি অঞ্চলে। নিশ্চিত চার ভেবে ক্রিজের মাঝে দাঁড়িয়ে সতীর্থ আসাদ শফিকের সঙ্গে পরামর্শ করছিলেন আজহার। কিন্তু বল বাউন্ডারির ঠিক আগেই থেমে যায়। মিচেল স্টার্ক বল কুড়িয়ে টিম পেইনের কাছে মারেন। টিম পেইন বল মুষ্ঠিবদ্ধ করেই স্টাম্প ভেঙে দেন। আজাহার হতবাক। তার এমন রান আউট হাসির খোরাক হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের কাছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close