ক্রীড়া ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০১৮

বিশ্বকাপ থেকে রাশিয়ার আয় ১৪ বিলিয়ন ডলার!

২০১৮ বিশ্বকাপ আয়োজন করে ১৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ আয় হয়েছে রাশিয়ার। পরশু টুর্নামেন্টের আয়োজক সংস্থা ফিফা রাশিয়ার এ বিপুল অঙ্কের অর্থ উপার্জনের কথা জানিয়েছে। বিপুল পরিমাণ অর্থ রাশিয়ার নিজস্ব পণ্য থেকে অর্জিত গড় আয়ের এক শতাংশেরও বেশি। মাত্র একটা টুর্নামেন্ট আয়োজন করে এ পরিমাণ লাভে অবাক করা ঘটনা বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

রাশিয়া বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী অ্যালেক্সি সরকিন বলেছেন, ‘রাশিয়ার আর্থিক, সামাজিক ও পরিবেশে প্রভাব ফেলেছে বিশ্বকাপ। বিশ্বকাপ আয়োজনের ফলে সে দেশের পর্যটন শিল্পেও ব্যাপক মুনাফা হয়েছে।’ টুর্নামেন্টের আয়োজক স্বত্ত্ব পাওয়ার পর ২০১৩ থেকে শেষ পর্যন্ত রাশিয়া প্রতি বছর কর্মসংস্থান বাড়িয়েছে তিন লাখ ১৫ হাজারের মতো। এর মধ্যে শেষ কয়েকমাসে আয় ছিল জিডিপির ০.৪%। যার প্রভাব এখনো সেখানকার অর্থনীতিতে পড়ছে। অন্তত আগামী পাঁচ বছর পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close