ক্রীড়া ডেস্ক

  ১৭ অক্টোবর, ২০১৮

আবুধাবি টেস্টে প্রথম দিনে ১২ উইকেট!

দুবাই টেস্টে দুর্দান্ত খেলেছিল স্বাগতিক পাকিস্তান। অবশ্য নাটকীয়ভাবে প্রথম টেস্ট ড্র করে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং দেখালেও কাল শেষ টেস্টের প্রথম ইনিংসে সেই ধারাবাহিকতা দেখাতে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়ার বোলিং তোপে প্রথম দিনে ২৮২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। কাল পাকিস্তানের জন্য হতাশা হয়ে থাকল ফখর জামান ও অধিনায়ক সরফরাজ আহমেদ। দুইজনই কাটা পড়েছেন নার্ভাস নাইনটিনে। আর মাত্র ৬ রান যোগ করতে পারলেই অভিষেক টেস্টে সেঞ্চুরিটা তুলে নিতে পারতেন ফখর জামান। পাকিস্তানের ৩১তম খেলোয়াড় হিসেবে নার্ভাস নাইনটিনে আউট হয়েছেন এই ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। একই যন্ত্রণায় পুড়তে হয়েছে সরফরাজকেও। ৯৪ রানে ফিরেছেন পাক অধিনায়কও। দুইজনেরই ঘাতকের নাম আবার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মার্নাস লাবুশেন।

টস জিতে কাল শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। স্কোর বোর্ডে ৫ রান যোগ হতেই স্বাগতিকরা হারিয়ে ফেলে মোহাম্মদ হাফিজকে। এরপর সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একলা লড়াই করেন ফখর। সপ্তম উইকেটে অধিনায়ক সরফরাজকে সঙ্গে নিয়ে ১৪৭ রানের জুটি গড়েন তিনি। দুইজনের বিদায়ের পর পরে টেল-এন্ডারদের সহযোগিতায় ২৮২ রান দাঁড় করাতে পারে পাকিস্তান। তবে কাল সবচেয়ে উল্লেখযোগ্য ছিল প্রথম দিনের ১২ উইকেটের পতন। অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিঁও নিয়েছেন ৪ উইকেট। লাবুশেন শিকার করেছেন ৩টি। ২ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। অন্য উইকেটটি নিয়েছেন মিচেল মার্শ। পাকিস্তানের হয়ে জোড়া উইকেট শিকার করেছেন মোহাম্মদ আব্বাস।

তবে অস্ট্রেলিয়ান ব্যাটিংকেও বড় ধাক্কা দিয়েছে পাকিস্তানি বোলাররা। দলীয় ১৬ রানেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান উসমান খাজাকে সাজঘরে ফেরান মোহাম্মদ আব্বাস। দিনের শেষদিকে আব্বাস অজিদের শেষ ধাক্কাটা দেন পিটার সিডলকে তুলে নিয়ে। অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ২০ রানে ২ উইকেট হারিয়ে। আজ ২৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২৮২/১০ (৮১ ওভার)

ফখর জামান ৯৪, সরফরাজ ৯৪;

লাবুশেন ৫৪/৩, লিঁও ৭৮/৪, স্টার্ক ৩৭/২

অস্ট্রেলিয়া : ২০/২ (৭ ওভার)

অ্যারন ফিঞ্চ ১৩*; আব্বাস ৯/২

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close