ক্রীড়া ডেস্ক

  ১৭ অক্টোবর, ২০১৮

দুই ম্যাচ নিষিদ্ধ ক্যারিবিয়ান কোচ

ভারতের বিপক্ষে দুই টেস্ট হেরে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা পেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তার সঙ্গে যোগ হয়েছে আরেকটি দুঃসংবাদ। আইসিসির নীতিমালা ভঙ্গের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছে ক্যারিবিয়ান কোচ স্টুয়ার্ট ল। ভারতের সঙ্গে দ্বিতীয় টেস্ট চলাকালীন টিভি আম্পায়ারকে নিয়ে অগ্রহণযোগ্য ব্যবহার করায় অস্ট্রেলিয়ান এই কোচকে জরিমানা গুনতে হচ্ছে শতভাগ ম্যাচ ফি। তার সঙ্গে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে কাইরন পাওয়েলের বির্তকিত আউটের সিদ্ধান্তে বেশ চটে যান স্টুয়ার্ট। পরে টিভি আম্পায়ারের কক্ষে গিয়ে চেঁচামেচি করেন বাংলাদেশের সাবেক এই কোচ। এবং চতুর্থ আম্পায়ারকেও শাসিয়ে দেন। টিভি আম্পায়ারের সঙ্গে এমন আচরণ করায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি স্টুয়ার্ট ল’র বিরুদ্ধে লেভেল দুই অনুচ্ছেদে ২.৭ ধারা অভিযোগ এনে জরিমানা করে। এই ধারায় বলা আছে, ‘কোনো খেলোয়াড় অথবা কোচ কারো পক্ষপাত করে আম্পায়ারদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ কিংবা হুমকি দিতে পারবেন না।’ এই নিষেধাজ্ঞায় কারণে পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্টুয়ার্ট ল’কে ড্রেসিং রুমে পাচ্ছে না ক্যারিবীয়রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close