ক্রীড়া প্রতিবেদক

  ১৫ অক্টোবর, ২০১৮

সরে দাঁড়ালেন হকির প্রধানকর্তা

ক্লাব অন্তর্দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেছেন হকি লিগ কমিটির সভাপতি আনোয়ার হোসেন। ছয় মাসেও মোহামেডান মেরিনার্স ম্যাচ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ফেডারেশন। এদিকে, লিগ কমিটির সম্পাদকের পদত্যাগের দাবি জানান ক্লাব কর্তারা।

গত ৭ জুন, প্রিমিয়ার ডিভিশন হকি লিগে মোহামেডান বনাম মেরিনার্স ম্যাচে কয়েক দফা রিভিউয়ের জের ধরে বন্ধ হয় খেলা। যার ফলে অনির্ধারিত থেকে যায় শিরোপা। সমস্যা সমাধানে গত চার মাসে চারবার মিটিংয়ে বসলেও কোনো সুরাহা হয়নি। যে কারণে আরো একদফা চেষ্টা চালায় ফেডারেশন।

মিটিংয়ের শুরুতে পদত্যাগের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেন লিগ কমিটির সভাপতি আনোয়ার হোসেন। সভাপতির এ ধরনের আচরণে হতাশ ক্লাব কর্তারা। ক্লাব কর্তাদের অভিযোগ মিটিংয়ের নামে সময় ক্ষেপণ করছেন তারা। এখনো ম্যাচ রেফারির রিপোর্ট এমনকি আম্পায়ারদের রিপোর্টও সংগ্রহ করতে পারেনি তারা। লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা তার দায়িত্ব পালনে ব্যর্থ বলে তার পদত্যাগের দাবি জানান ক্লাব কর্তারা। নতুন এই ঘটনায় অনিশ্চয়তায় পরবর্তী লিগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close