ক্রীড়া ডেস্ক

  ১৫ অক্টোবর, ২০১৮

অনন্য উচ্চতায় নোভাক জকোভিচ

সোমবার রজার ফেদেরারকে সরিয়ে টেনিসের পুরুষ এককের শীর্ষস্থানে উঠেছিলেন নোভাক জকোভিচ। কাল আরেকটি পালক যুক্ত

হয়েছে সার্বিয়ান টেনিস তারকার মুকুটে। ১৩তম বাছাই বর্না কোরিচকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন জোকোভিচ।

শনিবার রজার ফেদেরার মতো টেনিস তারকাকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন কোরিচ। যার কারণে জোকোভিচের কাছে শীর্ষস্থানটা ছেড়ে দিতে হয় ফেদেরারকে। অবশ্য ফাইনালে জোকোভিচের বিপক্ষে তেমন প্রতিরোধ গড়তে পারেননি ক্রোয়েশিয়ান তারকা। ২১ বছর বয়সী কোরিচকে হারাতে জোকোভিচ সময় নিয়েছেন মাত্র ১ ঘণ্টা ৩৭ মিনিট। শিরোপা জয়ের পাশাপাশি টানা জয়ের ধারাটি ধরে রেখেছেন ৩১ বছর বয়সী সার্বিয়ান। এই নিয়ে টানা ১৮ ম্যাচে জয় পেয়েছেন জোকোভিচ। ক্যারিয়ারে তার শেষ হারটি এসেছে ১০ আগস্ট, রজার কাপে। এরপরই সেপ্টেম্বরে আর্জেন্টাইস টেনিস সেনসেশন দেল পোত্রোকে হারিয়ে ইউএস ওপেন জিতেন জোকোভিচ।

চীনে সব মিলিয়ে ক্যারিয়ারে মোট ১১টি শিরোপা জিতেছেন জোকোভিচ। সাংহাই মাস্টার্সের চার শিরোপা ছাড়াও বেইজিং টুর্নামেন্টে ছয়টি ও

সাংহাইয়ে ২০০৮ সালের শেষের দিকে মাস্টার্স কাপের শিরোপা জিতেন জোকোভিচ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close