ক্রীড়া ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০১৮

মরিনহোর পাশে হ্যাজার্ড

ইংলিশ ফুটবলে এই মুহূর্তে আলোচিত-সমালোচিত কোচের নাম হোসে মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পর্তুগিজ কোচের সম্পর্কটা ভালো যাচ্ছে না বলে গুঞ্জন রয়েছে। খুব সম্ভবত কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন স্পেশাল ওয়ান। এমন সময় তার পাশে এসে দাঁড়ালেন সাবেক ছাত্র ইডেন হ্যাজার্ড। আবারও মরিনহোর পাঠশালায় যেতে চান বলে জানিয়েছেন চেলসির বেলজিয়ান মিডফিল্ডার।

কাল স্বদেশি একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজার্ড বলেছেন, ‘আমার এক যুগ ক্যারিয়ারে মরিনহোর অধীনে শেষ ছয় মাসই আমার খারাপ সময় গেছে। এটার জন্য আমিই দায়ী। মরিনহোর সঙ্গে শেষ মৌসুমটা আমি উপভোগ করতে পারিনি। ব্যস্তসূচি ও অনুশীলনের কারণে আমরা জিততে পারিনি।’

হ্যাজার্ড আরো বলেছেন, ‘আমার নিজের জন্য আক্ষেপ নেই। কষ্ট হচ্ছে এটা ভেবে যে, মরিনহোর সঙ্গে চেলসিতে একসঙ্গে কাজ করতে পারব না। আমরা অনেক ট্রফি জিতেছিলাম। কিন্তু আফসোস মরিনহো সঙ্গে সম্পর্কটা নেতিবাচকভাবেই শেষ হলো।’ কেউ খারাপ করলে তাকে নিয়ে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। এটাই এক প্রকার নীতি হয়ে উঠেছে। এ ধরনের সমালোচনাকে জীবনেরই অংশ বলেই মনে করছেন হ্যাজার্ড। বেলজিয়ান মিডফিল্ডার বলেছেন, ‘যদি দল জিতে তাহলে মরিনহো সেরা কোচ। সে খুব ভালো বন্ধু। আরো কত কিছু। আর যদি দল হারে তাহলে শুরু হয়ে যায় তাকে নিয়ে সমালোচনা।’

মরিনহোর যেভাবে চেলসি ছেড়েছেন সেটা হ্যাজার্ডের জন্য খুবই হতাশার। সাবেক গুরুর ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘আমি তাকে বলতে চাইÑ দুঃখিত। আমরা এক সঙ্গে কত সাফল্য উদ্যাপন করেছি। কিন্তু এখন তা আর হয় না। নিজেকে অপরাধী মনে হয়। কারণ তার অধীনে আমি (চেলসির) বর্ষসেরা খেলায়াড় হয়েছিলাম।’

সুযোগ হলে আবারও মৌর অধীনে খেলার ইচ্ছে প্রকাশ করে হ্যাজার্ড বলেছেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করা হয় যেকোনো কোচের সঙ্গে কাজ করতে চাইব। আমার উত্তর একটাইÑ মরিনহো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close