ক্রীড়া প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ

মেয়েদের দল ঘোষণা

আসছে নভেম্বরেই ক্যারিবীয় দ্বীপে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলার মেয়েরা জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে। বিশ্বকাপ সামনে রেখে পরশু ১৫ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বিশ্বকাপে নেতৃত্ব¡ দেবেন সালমা খাতুন। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার জনকে।

৯ নভেম্বর থেকে শুরু হওয়া আসরের প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। ১২ নভেম্বর সালমাদের প্রতিপক্ষ ইংল্যন্ড। ১৪ নভেম্বর শ্রীলঙ্কা ও ১৮ নভেম্বর খেলবে প্রোটিয়াদের বিপক্ষে।

বাংলাদেশ দল

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুন কোবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল ও শারমিন আকতার সুপ্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close