ক্রীড়া প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০১৮

লিটনের দ্বিশতক

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন লিটন দাস। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। যা তার ক্যারিয়ারের প্রথমও। এবার করেছেন ডাবল সেঞ্চুরি। জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের হয়ে তাইজুল ইসলামের বলে সাজঘরে ফেরার আগে রাজশাহীর বিপক্ষে ২০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন এই ওপেনার।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর কাছে হার এড়ানোর লক্ষ্যে প্রাণপণ লড়াই করছেন রংপুর বিভাগের ব্যাটসম্যানরা। সেই লড়াইয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরির দেখা পেলেন এই ওপেনার। গত এপ্রিলেই বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএলে) পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে খেলেছিলেন ২৭৪ রানের অনবদ্য এক ইনিংস।

রংপুর প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় মাত্র ১৫১ রানে। লিটন করেছিলেন ১৭ রান। ছোট পুঁজির এই রান তাড়া করতে নেমে ঝড় তুলেছিল রাজশাহীর ব্যাটসম্যানরা। তিন সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে করেছিল ৫৮৯ রান। ৪৩৮ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে রংপুর। পরাজয়ের মুখ থেকে রংপুরকে উদ্ধার করেন লিটন। ওপেনিংয়ে ৯৮ রানের জুটি গড়ার পর

দ্বিতীয় উইকেটে ১১৯ রানের জুটি গড়ে আউট হয়ে যান লিটন। লিটন ১৩তম সেঞ্চুরি করেন ৮১ বলে। এরপর ১৪০ বলে করেন ডাবল সেঞ্চুরি। তৃতীয় দিন

শেষে ২ উইকেট হারিয়ে রংপুর করেছে ৩১৯ রান।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী-রংপুর

রংপুর ১ম ইনিংস: ১৫১

রাজশাহী ১ম ইনিংস: ১৫০ ওভার, ৫৮৯/৪ (ডি.) (আগের দিন ৪১৯/২) (জুনায়েদ ১০০*, ফরহাদ হোসেন ৬২, জহুরুল ৫৫, সাব্বির ১৫*;, আরিফুল ১/৮৬, সোহরাওয়ার্দী ১/১০৩, মাহমুদুল ১/৮১, সাজেদুল ১/৭৮)

রংপুর ২য় ইনিংস: ৪৯ ওভার, ৩১৯/২ (লিটন ২০৩, জাভেদ ৩৫, মাহমুদুল ৭২*, সাজেদুল ২*; তাইজুল ১/৯৮, শফিকুল ১/৬০)

ঢাকা-ঢাকা মেট্রো

ঢাকা ১ম ইনিংস: ২০৬

ঢাকা মেট্রো ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ৩১২/৪) ১৩৯.৩ ওভার ৩৮৭ (সাদমান ১৮৯, সৈকত ২৩, শামসুর ১, মার্শাল ৪, আশরাফুল ৪৯, মেহরাব জুনিয়র ৪১, জাবিদ ৩২*, আবু হায়দার ১৫, শহিদুল ১৯; শাহাদাত ২/৬৪, সালাউদ্দিন ৪/৮০, নাজমুল ২/৮৪, শুভাগত ১/৬৪, মোশাররফ ১/৮৭)

ঢাকা ২য় ইনিংস:১৪.৫ ওভার, ৫০/২ (মজিদ ১৮, রনি ৪, সাইফ ২৭*; আবু হায়দার ১/১৬, শহিদুল ০/২৫, সানি ১/৮)

বালিশাল-খুলনা

বরিশাল ১ম ইনিংস: ২৯৯

খুলনা ১ম ইনিংস: ১১৬.১ ওভার, ৩৪৯/৭ (জিয়াউর ১১২, আফিফ ৮১*; কামরুল ২/৪৪, মনির ১/৯০, সোহাগ ২/১০০, সালমান ১/৫৩, মোসাদ্দেক ১/২৩)

চট্টগ্রাম-সিলেট

(বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close