ক্রীড়া ডেস্ক

  ০৯ অক্টোবর, ২০১৮

পাকিস্তানকে উড়িয়ে দিলেন মেয়েরা

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটা ভালো যায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে সালমা-রোমানাদের। অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশের নারীরা। কাল কক্সবাজারের শেখ কামাল আর্ন্তজাতিক স্টেডিয়ামে একমাত্র ওয়ানডেতে পাকিস্তান ৬ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।

টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া তেমনকিছু করতে পারেনি দলের কেউ। আয়েশা জাফর করেন ১৮ রান। মুনিবা আলি খেলেন ১৮ রানের ইনিংস। অধিনায়ক যাভেরিয়া করেন সর্বোচ্চ ২৯ রান। খাদিজা-তুল-কুবরা, রোমানাদের বোলিং তোপে দাড়াতেই পারেনি পাকিস্তান। খাদিজা ২০ রান খরচায় তুলে নেন রেকর্ড ৬ উইকেট। ৩৪.৫ ওভারে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে। জবাবে ৬ রানের মধ্যে সাজ ঘরে ফিরে যান দুই ওপেনার আয়েশা রাহমান ও শারমিন আক্তার। পরে ফারজানা হক ও ওয়ানডে অধিনায়ক রোমানা হকের ৮১ রানের জুটিতে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে টাইগ্রেসরা। সানা মিরার বলে আউট হওয়ার আগে ফারজানা করেন ৪৮ রান। রোমানা সাজঘরে ফিরেছেন ৩৪ রান করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close