ক্রীড়া প্রতিবেদক

  ০৯ অক্টোবর, ২০১৮

জাতীয় লিগে সানি-জাদু

৭ উইকেট তুলে নিয়ে ঢাকা মেট্রোকে ধসিয়ে দিয়েছেন সানি

সাত জন ব্যাটসম্যান থিতু হয়ে আউট হয়েছেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি একজনও। দিন শেষে দুই দলের একটিকে একটু এগিয়ে রাখাও কঠিন। বরিশাল ও খুলনার ম্যাচের প্রথম দিনে লড়াই জমল দারুণ। কাল জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচের প্রথম দিনে খুলনার বিপক্ষে বরিশাল তুলেছে ৮ উইকেটে ২৬৬ রান।

অন্য ম্যাচে ঢাকা মেট্রোর স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা বিভাগ। আরাফাত সানির দারুণ বোলিংয়ে নাদিফ চৌধুরীর দলকে প্রথম দিনে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রো। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের শুরুর দিনে ২০৬ রানে গুটিয়ে গেছে ঢাকা। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে নিয়ে প্রায় একাই তাদের থামিয়ে দেন বাঁ-হাতি স্পিনার সানি।

কক্সবাজারে সাদিকুর রহমান ও ইয়াসির আলীর দৃঢ়তায় প্রথম দুই সেশনে রাজত্ব করে চট্টগ্রাম। বোলারদের নৈপুণ্যে শেষ সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিলেট। এক সময়ে অনেক বড় সংগ্রহের আশা জাগানো মুমিনুল হকের দলকে তিনশ রানের নিচে থামানোর আশা জাগিয়েছে তারা। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে ৯ উইকেটে ২৮২ রান করেছে চট্টগ্রাম। অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ২০ ও জুবায়ের হোসেন ৪ রানে ব্যাট করছেন।

আগের রাউন্ডে করেছিলেন ৯২ ও ১০০। দারুণ ব্যাট করেছিল তার দলও। কিন্তু এবার লড়লেন কেবল নাঈম ইসলামই। ভেঙে পড়লেন বাকিরা। রংপুর তাই প্রথম দিনেই কোণঠাসা স্বাগতিক রাজশাহীর বিপক্ষে। কাল প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে গেছে রংপুর। তিনে নেমে নাঈম করেছেন ৬০ রান। রাজশাহী দিন শেষ করেছে বিনা উইকেটে ৯৯ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর ১ম ইনিংস

৫৯.৪ ওভারে ১৫১ (লিটন ১৭, জাহিদ ৮, মাহমুদুল ১৮, নাঈম ৬০, তানবীর ০, আরিফুল ৫, ধীমান ০, সোহরাওয়ার্দী ২৯, সাজেদুল ৫, সাদ্দাম ১*, শুভাশিস ০; ফরহাদ ৩/৩৯, মহর ৩/৩৭, শফিকুল ২/৩১, তাইজুল ১/২৬, সানজামুল ১/১২)।

রাজশাহী ১ম ইনিংস

২৭ ওভারে ৯৯/০ (শান্ত ৩৭*, মিজানুর ৫৯*; শুভাশিস ০/১৬, আরিফুল ০/২২, সাদ্দাম ০/১১, সোহরাওয়ার্দী ০/২২, মাহমুদুল ০/২৫)।

চট্টগ্রাম ১ম ইনিংস

৮৭ ওভারে ২৮২/৯ (সাদিকুর ১০৬, মাহিদুল ১, মুমিনুল ৪৩, ইয়াসির ৮৪, তাসামুল ০, শুক্কুর ১৪, সাইফ ২০*, নাঈম ০, ইয়াসিন ০, ইরফান ০, জুবায়ের ৪*; আবু জায়েদ ২/৫৩, খালেদ ১/৭৬, শাহানুর ৩/৫৮, এনামুল ১/৪০, নাবিল ২/৩৬, কাপালী ০/১৮)

বরিশাল ১ম ইনিংস

৯০ ওভারে ২৬৬/৮ (শাহরিয়ার ৪১, রাফসান ২২, ফজলে মাহমুদ ১২, আল আমিন ১৫, মোসাদ্দেক ৭, সোহাগ ৩৮, সালমান ২২, নুরুজ্জামান ৪৮*, শামসুল ৩০, মনির ২১*; আল আমিন ২/৬২, সৌম্য ০/৪, মেহেদি ২/৪৬, রাজ্জাক ৩/১০৩, আফিফ ১/৩৯, ইমরুল ০/৭)।

ঢাকা ১ম ইনিংস

৭৫ ওভারে ২০৬ (মজিদ ১৭, রনি ৩০, সাইফ ১০, শাকিল ৬, শুভাগত ০, তাইবুর ৮৮, নাদিফ ৮, মোশাররফ ২৭, নাজমুল ১০, শাহাদাত ০, সালাউদ্দিন ০*; আবু হায়দার ১/৬৩, শহিদুল ০/৩৩, সানি ৭/৫৭, সৈকত ০/৭, আসিফ ০/১৬, আশরাফুল ২/১৯)

ঢাকা মেট্রো ১ম ইনিংস

১৩ ওভারে ২৬/০ (সাদমান ৪* সৈকত ২১*; নাজমুল ০/৪, মোশাররফ ০/১)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close