ক্রীড়া প্রতিবেদক

  ০৮ অক্টোবর, ২০১৮

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ লঙ্কান কোচ

নব্বইয়ের দশকে বাংলাদেশকে নিজের বাড়ি-ঘর বানিয়ে ফেলেছিলেন হাসান তিলকারতেœ। এ সময় ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ব্রাদার্স ইউনিয়ন আর মোহামেডানের হয়ে। এখনো টাইগার ক্রিকেটের

খোঁজ-খবর রাখেন শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যান। এ দেশ

এবং ক্রিকেটের উন্নতিতে রীতিমতো মুগ্ধ তিনি।

এখন শ্রীলঙ্ক অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ তিলকারতেœ। বাংলাদেশে চলতি এশিয়া কাপে তার দল ফাইনালে। কাল লঙ্কান কোচ কথা বলছিলেন বাংলাদেশকে নিয়ে।

বিশ্ব ক্রিকেটে টাইগারদের উন্নতি দেখে ভীষণ ভালো লাগছে তিলকারতেœর। তিনি বলেন, ‘আমি ব্রাদার্স আর মোহামেডানের হয়ে খেলেছি। এই মুহূর্তে বড় একটা পরিবর্তন এসেছে। এই দেশটি অনেক উন্নতি করেছে এবং ক্রিকেট বড় একটা জায়গায় চলে গেছে। দেশের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ দিক।’ বাংলাদেশের আবহাওয়া এখন ভীষণ ভালো লাগে জানিয়ে লঙ্কান দলের সাবেক এই ক্রিকেটার বলেন, আমরা এটা দেখে খুশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close