ক্রীড়া ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

এক ইনিংসে ২৩ ছক্কার বিশ্বরেকর্ড

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ব্যাট-বলের এ খেলায় কখন কী ঘটে তা বলতে পারে না কেউই। নিত্যনতুন অসাধারণ সব রেকর্ড ঘটিয়ে ক্রীড়াপ্রেমীদের মাতিয়ে রাখেন ক্রিকেটাররা। তেমনই এক কান্ড ঘটালেন অস্ট্রেলিয়ার মারকুটে ক্রিকেটার ডি’আরকি শর্ট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসেই মারলেন ২৩টি ছক্কা। নতুন করে লিখলেন বিশ্বরেকর্ড। কাল সকালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ১৪৮ বলে ২৫৭ রানের ইনিংস খেলার পথে এ অবিশ্বাস্য রেকর্ড করেন শর্ট। ইনিংসের তৃতীয় ওভারে ব্যাট করতে নেমে আউট হন ৪৬তম ওভারে। তার এই বিধ্বংসী ইনিংসে ১৫টি চারের পাশাপাশি ২৩ বার উড়িয়ে মাঠ ছাড়া করেন বল। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কার রেকর্ড নেই আর কারো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close