ক্রীড়া ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

বিশ্বকাপে খেলতে চান স্টেইন

ক্রিকেট গতি তারকাদের নিত্যদিনের সঙ্গী ইনজুরি। তেমনি ইনজুরিকে সঙ্গে নিয়েই চলছেন গতি তারকা ডেল স্টেইন। চোটের কারণে ক্যারিয়ারটিকে দীর্ঘ করতে পারেননি এই দক্ষিণ আফ্রিকান পেসার। তবে স্টেইন এখনো স্বপ্ন দেখেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলার। তবে তিনি নিজেও জানেন বিশ্বকাপ একাদশে স্থান পাওয়া বেশ কঠিন হবে। এই সম্পর্কে স্টেইন বলেন, ‘এনগিডি লুঙ্গি ও কাসিগো রাবাদা দুর্দান্ত করছে। তারা প্রশংসা পাওয়ার যোগ্য। দলে জায়গা পেতে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।’

স্টেইন আরো বলেন, ‘সবাই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায়। আমিও চাই। কিন্তু আমি চাই প্রোটিয়াদের একটা বিশ্বকাপ। রাবাদা ও লুঙ্গিদের সঙ্গে মিলে দলের জন্য কিছু করতে চাই।’

বিশ্বকাপ প্রস্তুতির জন্য জিম্বাবুয়ে সিরিজে ১৪ সদস্যর দলে ডাক পেয়েছেন এই পেসার। স্টেইন প্রোটিয়াদের জার্সিতে শেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই সিরিজে অস্ট্রেলিয়াকে ৫-০ ব্যবধানে হারালেও এই স্টেইন বল হাতে তেমন কিছুই করতে পারেনি। শেষ ওয়ানডেতে ৯.২ ওভারে ৫৬ রানে ছিলেন উইকেট শূন্য। তবে এবার অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে ব্যাপারে আত্মবিশ্বাসী স্টেনগান খ্যাত স্টেইন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close