ক্রীড়া ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

নিয়ম রক্ষার ম্যাচে শাহজাদের সেঞ্চুরি

গত দুই ম্যাচে লড়াই করার পরও হারতে হয়েছে আফগানিস্তানকে। আর তাতে শেষ হয়েছে গেছে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্নটাও। অন্যদিকে ফাইনালে জন্য মূল একাদশ বসিয়ে রেখে আনকোরাদের দিয়ে মাটে নেমেছিল ভারত। তবে কাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে লড়াকু টার্গেট ছুঁড়ে দিয়েছে আফগানরা। মোহাম্মদ শাহজাদের দুর্ধর্ষ সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে আফগানিস্তান। কেদার যাদবের বলে আউট হওয়ার আগে শাহজাদ একাই ৭ ছয় ও ১১ চারে করেছেন ১২৪ রান। ভারতীয় বোলারদের তুলোধুনো করে মাত্র ৮৮ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে ৬৫ রানে। এরপর স্কোরবোর্ডে ৮২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। সতীর্থদের আসা যাওয়ার মাঝে দলকে টেনে তুলেন শাহজাদ। পঞ্চম উইকেটে অধিনায়ক আসগর আফগানও কুলদীপ যাদবের বলে ফিরেন শূন্য রানে। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে শাহজাদকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ নবি। রানের চাকা সচল রেখে দুইজনই দলকে টেনে নিয়ে যান বড় লক্ষ্যের দিকে। দলীয় ১৮০ রানের মাথায় শাহজাদ সাজঘরে ফিরলেও নবি তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১২তম অর্ধশতক। খলিল আহমেদের বলে ক্যাচ হওয়ার আগে ঝড়ো ব্যাটিংয়ে ৪ ওভার বাউন্ডারি ও ৩ চারে ৫৬ বলে করেছেন ৬৪ রান। আফগানরা ৩০০ রানের স্বপ্ন দেখলেও শেষ দিকে ভারতের হাতে চলে যায় ম্যাচের দখল। শেষ দিকে নাজিবুল্লাহ ২০ বলে ২০ এবং রশিদ খানের ১২ রানে ২৫৩ রানের টার্গেট দাঁড় করাতে পারে আফগানিস্তান।

ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। কুলদীপ যাদব নিয়েছেন দুই উইকেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close