ক্রীড়া ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

ছাড় পাচ্ছে রিয়াল মাদ্রিদ

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগার কয়েকটি ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজিত হওয়ার কথা রয়েছে। তবে এ ক্ষেত্রে কিছুটা ছাড়া পাচ্ছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা ইচ্ছে হলে ঘরোয়া লিগের ম্যাচটি যুক্তরাষ্ট্রে খেলবে, নয়তো খেলবে না জানিয়েছেন লা লিগার চেয়ারম্যান হাভিয়ের তেভেজ। রিয়ালের যুক্তরাষ্ট্রের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘এটা তেমন জরুরি না, কোনো সমস্যা না।’

অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন নিয়ে সমালোচনা করে আসছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্প্যানিশ ফুটবলার ইউনিয়ন। একটি মিডিয়া কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তির কারণে লা লিগার বড় দলগুলোর একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের কথা রয়েছে। এই মাসের আগে বার্সেলোনার সঙ্গে জিরোনার ম্যাচটি দিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে লা লিগার আসর বসতে পারে। রিয়াল সভাপতি সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close