ক্রীড়া ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

ফাইনালের স্বপ্ন আর্থারের

এবারের এশিয়া কাপে ফেভারিটের তালিকায় আছে পাকিস্তান। তবে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে দুটি জয় ছাড়া তেমন সাফল্য নেই সরফরাজ আহমেদের দলের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামনে তো দাঁড়াতেই পারেনি পাক বাহিনী। দুই ম্যাচে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। এমন ব্যর্থতার পরও এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন পাকিস্তান কোচ মিকি আর্থার। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আর্থার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তান জিতবে।’

ভারতের বিপক্ষে দুই ম্যাচ হেরে দলে আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন আর্থার। তবে এই ঘাটতি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে পাক বাহিনী জ্বলে উঠবে বলে জানিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে হারের দুঃস্মৃতি ভুলে মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন আর্থার। সরফরাজরা এশিয়া কাপের শিরোপা জিততে পারেন বলে এখনো আশাবাদী তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close