ক্রীড়া ডেস্ক

  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

শিরোপা দৌড়ে ছুটছে নাপোলি-বায়ার্ন

গত মৌসুমে খুব কাছে গিয়েও সিরি’এ শিরোপাটা জেতা হয়নি নাপোলির। জুভেন্টাসের বিপক্ষে শেষ দিকে পয়েন্টে পিছিয়ে পড়ায় থাকতে হয়েছে দুই নাম্বার স্থানে। গতবারের মতো চলতি মৌসুমেও ইতালিয়ান লিগে একই দৃশ্য। শীর্ষে আছে জুভেন্টাস। আর পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি। পরশু লোরেঞ্জো ইনসাইনের জোড়া গোলে তোরিনোকে ৩-১ গোলে হারিয়ে এবারও শিরোপা দৌড়ে আছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

তোরিনের মাঠে ম্যাচের চার মিনিটে এগিয়ে নাপোলিকে এগিয়ে দেন লোরেঞ্জো। ২০ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন সিমোনে ভের্ডি। ৫১ মিনিটে আন্দ্রে বেলোত্তির পেনাল্টি গোলে ম্যাচে ফেরার আভাস দিচ্ছিল স্বাগতিক তোরিনো। কিন্তু ৫৯ মিনিটে মঞ্চে আরেকবার হাজির হন লোরেঞ্জো। ৫৯ মিনিটে তার গোলে ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে নাপোলি।

নাপোলির দিনে জয় পেয়েছে ইন্টার মিলানও। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে টটেনহামকে হারানো দলটি পরশু মার্সেলো ব্রোজোভিচের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে নেরাজ্জুরিরা। লিগে পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তারা আছে সপ্তম স্থানে।

জার্মান বুন্দেসলিগায় পরশু জয় পেয়েছে বড় দলগুলো। হামেস রদ্রিগেজ ও রবার্ট লেভানডভস্কির গোলে শালকে জিরো ফোরকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের জয়ের দিনে পয়েন্ট খুইয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত হফেনহেইমের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বিভিবিরা। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ডর্টমুন্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close