ক্রীড়া ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

রিয়ালের শিরোপা ধরে রাখার মিশন

গত মৌসুমে কিয়েভের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের সাফল্যের পরিসংখ্যানে লস ব্লাঙ্কোসদের ধারের কাছে নেই কেউ। সর্বোচ্চ ১৩টি শিরোপা নিয়ে সবার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আজ ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখতে চার মাসের ব্যবধানে পুনরায় মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা। ‘জি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ তারা স্বাগত জানাবে ইতালিয়ান ক্লাব রোমাকে।

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে সবচেয়ে আলোচিত ও উত্তেজনার ম্যাচ উপহার দিয়েছিল রোমা। কোয়ার্টার ফাইনালে যারা ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ঐতিহাসিক প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন। প্রথম লেগে ৩-১ গোলে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতে উঠে গিয়েছিল সেমিফাইনালে। এরপর তাদের ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে হেরে কিয়েভের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। সুতরাং এবারও রিয়ালের সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে রোমা।

তবে গত মৌসুমের মতো চলতি মৌসুমে তেমন একটা সুবিধাজনক অবস্থানে নেই রোমা। নতুন মৌসুমের শুরুতে তারা ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনকে বিক্রি করে দিয়েছে লিভারপুলের কাছে। তা ছাড়া সিরি’এ লিগে চার ম্যাচ খেলে মাত্র জয় পেয়েছে একটিতে। পাঁচ পয়েন্ট নিয়ে আছে ৯ নাম্বার স্থানে। অন্যদিকে লা লিগায় টানা তিন জয়ের পর গত ম্যাচে ড্র নিয়ে ফিরতে হয়েছে রিয়ালকে। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

এরই মধ্যে রিয়ালের স্কোয়াডেও এসেছে পরিবর্তন। বার্নাব্যুর সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গার রিয়ালের জার্সিতে টানা তিনটিসহ মোট চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। পরিবর্তন এসেছে ডাগআউটেও। জিনেদিন জিদানের পরিবর্তে দলের দায়িত্ব নিয়েছেন হুলেন লোপেতেগি। দুই দল এর আগে মুখোমুখি হয়েছে আটবার। জয়ের দুই দলই পেয়েছে সমান চার জয় ও চার পরাজয়।

একই দিনে আজ দীর্ঘদিন পরে স্পেনে ফিরবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের জার্সিতে আজ তিনি মেস্তেল্লা স্টেডিয়ামে মুখোমুখি হবেন পরিচিত প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে। টানা তিন ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে ইতালিয়ান লিগে গত ম্যাচে স্বস্তির গোল পেয়েছেন সিআর সেভেন। তবে বহু বছর পর কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে ছাড়াই আজ চ্যাম্পিয়নস লিগ খেলবে তুরিনের বুড়িরা। তুরিনে দীর্ঘ ১৮ বছর কাটালেও চ্যাম্পিয়ন লিগের শিরোপা অধরা থেকে গেছে বুফনের।

ঘরের মাঠ ইতিহাদে আজ ম্যানচেস্টার সিটি স্বাগত জানাবে ফরাসি ক্লাব লিঁও। একই সময়ে সিটিজেনদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড সুইজারল্যান্ড ভ্রমণ করবে ইয়ং বয়েজের বিপক্ষে খেলার জন্য। অন্যদিকে জার্মান জায়ান্ট খেলবে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে।

আজ মুখোমুখি

রিয়াল মাদ্রি - রোমা

শাখতার - হফেনহেইম

আয়াক্স - জুভেন্টাস

বেনফিকা - বায়ার্ন মিউনিখ

ম্যানসিটি - লিঁও

ইয়ং বয়েজ - ইউনাইটেড

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close