ক্রীড়া প্রতিবেদক

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

নির্বাচকদের ‘রাডারে’ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল। নামটাই একটা বিস্ময়। বাংলাদেশ ক্রিকেট যার আগমন আশার ফুলের মতো। তার ব্যাট হাসলেই হাসতো ১৬ কোটি মানুষ। আশরাফুলের ব্যাটেই তো লেখা হয়েছিল কার্ডিফ কাব্য। এরপর বিশ্বকাপে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাবদ। আরো কত জয় বাংলাদেশকে এনে দিয়েছেন আশরাফুল! কিন্তু ২০১৩ সালে এক ঝড় এসে সব লন্ডভন্ড করে দিয়েছিল বাংলাদেশের সাবেক এই অধিনায়কের চলার পথ। ছিলেন নির্বাসনে। পাঁচ বছর নিষেধাজ্ঞার পর চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলেছে আশরাফুলের জন্য।

এরই মধ্যে আশরাফুলের জন্যে এসেছে সুখবর। বাংলাদেশ জাতীয় দলের ‘রাডারে’ রয়েছেন বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। কাল বিসিবির হাই পারফরমেন্স দলের নির্বাচকরা জানিয়েছেন, আশরাফুলকে হাই পারফরমেন্স দলে ডাকা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর চার দিনের ম্যাচের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সবুজ দল ও বাংলাদেশ লাল দলে মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই সুযোগ আশরাফুলের জন্য ক্রিকেটিয় পূর্ণ জন্ম হিসেবেই দেখছেন ক্রিকেটবোদ্ধারা। আর এই সুযোগ কাজে লাগাতে চান সাবেক এই অধিনায়ক। জাতীয় দলে খেলা প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি এখনি জাতীয় দল নিয়ে ভাবছি না। জাতীয় দলে ঢুকতে হলে আমার আরো পরিশ্রম করেতে হবে।’ আশরাফুলের ভাবনায় এখন শুধু নিজের ফিটনেস ও পারফরমেন্স। তিনি আরো বলেন, ‘আমি শুধু খেলাতেই মনোনিবেশ করতে চাই। জাতীয় ক্রিকেট লিগের সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close