ক্রীড়া ডেস্ক

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

ওয়াটফোর্ডের জয়রথ থামল ইউনাইটেড

চলতি মৌসুমে টানা চার ম্যাচে জয় নিয়ে উড়ছিল ওয়াটফোর্ড। তা আর সহ্য হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে তাদের জয়রথ থামাতে হলো ইউনাইটেডের বিপক্ষে। আর এতে কোচ মরিনহোর দল তুলে নিয়েছে টানা দুই জয়। পরশু অ্যাওয়ে ম্যাচে ওয়াটফোর্ডকে তারা হারিয়েছে ২-১ গোলে।

ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য ম্যানইউ কোচ মরিনহোর ওপর ঝড় বইয়ে গিয়েছে। কয়েক দিন আগে গুঞ্জন উঠেছিল ওল্ড টাফোর্ডে নতুন কোচ হিসেবে আসতে পারেন ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। আপাতত এই জয়ে নিজের জায়গাটা ধরে রাখার ব্যাপারে বেশ আশাবাদী মরিনহো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেই কথাটিই শোনালেন স্পেশাল ওয়ান কোচ, ‘এই জয়ের পর আশা রাখছি টটেনহাম ও আর্সেনালের বিপক্ষেও আমরা তিন ধরে রাখতে পারব।’

ইউনাইটেডের স্বস্তির দিয়ে জয় পেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ ফুলহামকে তারা উড়িয়ে দিয়েছেন ৩-০ গোলে। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটিজেনরা উঠে এসেছে টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে ইউনাইটেড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close