ক্রীড়া প্রতিবেদক

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

নজির গড়লেন টাইগার সমর্থকরা

দেশের জন্য বাঙালি জাতির প্রাণের টান। দেশের প্রতি বাঙালির ভালোবাসা নানান সময় নানানভাবে প্রকাশ পায়। বিশেষ করে ক্রিকেটের প্রতি বাঙালির ভালোবাসা অনেক। আর ক্রিকেট খেলায় বাংলাদেশ যদি জিতে যায় তাহলে জিতে যায় যেন পুরো বাঙালি জাতি। আর সেই উচ্ছ্বাসটাও হয় বাঁধ ভাঙা জোয়ারের মতোই। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি এবার বাঙালি উদ্যাপন করলেন ভিন্নভাবে। এশিয়া কাপের প্রথম ম্যাচে জয়ের খুশি বাংলাদেশিরা করলেন গ্যালারি পরিষ্কার করে। এই উদ্যোগের জন্য ফেসবুক ও টুইটারে অনেকেই প্রশংসা করছেন বাংলাদেশি দর্শকদের। ম্যাচ শেষে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি দর্শকদের পরিচ্ছন্নতা অভিযান সাড়া ফেলেছে ক্রিকেট বিশ্বে। যেহেতু আরব আমিরাতে ঐতিহাসিকভাবেই বিপুলসংখ্যক বাংলাদেশি জনগোষ্ঠীর বাস। ২৩ বছর পর আমিরাতের মাটিতে টাইগারদের খেলা বাংলাদেশিরা প্রাণভরেই উপভোগ করেছেন। আর খেলা দেখা শেষে যে যার নিজের জায়গাটি সাফ করে উঠেছেন। এই কাজের জন্য বাংলাদেশিদের অবশ্য মাশরাফি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

মাশরাফি বাংলায় কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাওয়ায়। আমি জানি, অনেক প্রবাসী ভাই আরব আমিরাতে থাকেন। এই জয় আপনাদের জন্য। আশা করি, সামনের ম্যাচগুলোতেও আপনারা এভাবে সমর্থন দেবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close