ক্রীড়া ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

‘শিরোপা পাকিস্তানের হাতে’

মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, নিয়ে এশিয়া কাপে শক্তিশালী দলই গড়েছে ভারত। কিন্তু ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের বিশ্বাস, এবার এশিয়া কাপের শিরোপা জিতবে পাকিস্তান। দলে সেরা তারকা বিরাট কোহলি নেই। তারপরও রোহিত শর্মার হাতে এশিয়া কাপের শিরোপা দেখছেন ভারতের অনেক সাবেক ক্রিকেটার। কিন্তু সুনীল গাভাস্কার তা দেখছেন না। ভারতের এই কিংবদন্তি ওপেনার শিরোপা দেখছেন সরফরাজ আহমেদের হাতে।

এক কথায়, এশিয়া কাপে এবার গাভাস্কারের ফেভারিট পাকিস্তান। নিজ দেশের চেয়ে এগিয়ে রাখছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টাইমস অব ইন্ডিয়ায় লেখা কলামে সুনীলের যুক্তি, সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতায় পাকিস্তান বাকিদের চেয়ে এগিয়ে। সেখানে আর কোনো দলই তাদের মতো এত বেশি ম্যাচ খেলেনি। শিরোপা লড়াইয়ে এই ব্যাপারটা অন্য যেকোনো দলের চেয়ে এগিয়ে রাখবে পাকিস্তানকে। এশিয়া কাপে এ পর্যন্ত দুইবার শিরোপা জিতেছে পাকিস্তান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close