ক্রীড়া ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

আর্জেন্টিনার বিপক্ষে পণ্য পাচারের অভিযোগ

রাশিয়ায় এক হতাশার বিশ্বকাপ কাটিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। সেই হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি ল্যাটিন পরাশক্তির দলটি। বিগত এক দশক ধরে দলে প্রাণভোমরা হয়ে আছেন লিওনেল মেসি। আগামী বিশ্বকাপে মেসিকে দলে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এর মধ্যে বার্সেলোনা ফরওয়ার্ডকে ছাড়াই প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সফরে আছে লা আলবিসেলেস্তেরা।

যুক্তরাষ্ট্রে সফরটি তেমন ভালো হয়নি মেসিহীন আর্জেন্টিনার। প্রথম ম্যাচে র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা গুয়েতমালাকে ৩-০ ব্যবধানে হারালেও কলম্বিয়ার বিপক্ষে করেছে গোলশূন্য ড্র। এমনই অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরার পথে নতুন ঝামেলায় জড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। যুক্তরাষ্ট্র ফেরত আর্জেন্টিনা দলের বিরুদ্ধে উঠেছে পণ্য পাচারের অভিযোগ।

আর্জেন্টাইন দলের মালপত্রের মধ্যে ২০ হাজার ডলারের অঘোষিত মালামাল পেয়েছে শুল্ক বিভাগ। এ মালামালগুলোর মধ্যে ইলেকট্রনিকস পণ্য, বাচ্চাদের খেলনা এবং বাদ্যযন্ত্র রয়েছে। এসব জিনিস আর্জেন্টিনায় আনার ক্ষেত্রে আগেই কাস্টমসকে জানাতে হয়। কিন্তু আর্জেন্টিনা দলের ঘোষিত মালামালে ২০ হাজার ডলারের সমমূল্যের পণ্যগুলোর কথা আগে জানানো হয়নি।

আর্জেন্টিনার কর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাপারটি তারা এরই মধ্যে আর্থিক দুর্নীতি হিসেবে পাবলিক প্রসিকিউটরের অফিসে জানিয়ে দিয়েছেন। এখন আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও এসব পণ্যের ব্যাপারে কী করা হবে সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পাবলিক প্রসিকিউটরের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close